সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঢাকা-ওয়াশিংটন বৈঠক

গুরুত্ব পাবে নিষেধাজ্ঞা, কোয়াড-আইপিএস, রোহিঙ্গা ও খুনি রাশেদকে ফেরানো

ঢাকা-ওয়াশিংটন বৈঠকে গুরুত্ব পাবে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, কোয়াড-আইপিএস, রোহিঙ্গা ইস্যু ও বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফেরানোর মতো বিষয়গুলো। এর বাইরে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আজ শনিবার (২ এপ্রিল) রাতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আগামী ৪ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। গত ২০ মার্চ ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধিদল। বৈঠকে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

তবে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করলেও খুব শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, মানবাধিকারের মতো বিষয়গুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যদিও গত তিন মাসের বিচার বাহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেনি বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলেও জানান ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংশ্লিষ্টরা বলছেন, আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সফরকালে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ একরকম হতাশ। এখন ৪ এপ্রিলের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা হবে ড. মোমেনের। 

এ ব্যপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি কয়েকজন সাংবাদিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, মির্জা ফখরুলসহ অনেকেই বলছেন আরও অনেকের ‍বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আদতে এমন কিছু নয়। তারা বলেছিল ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু ইইউ বিবৃতি দিয়ে বলেছে, এটি তাদের একজন সদস্যের ব্যক্তিগত মত। ইইউয়ের সঙ্গে এই বক্তব্যের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও নিষেধাজ্ঞার তেমন কোনো প্রভাব নেই।

র‌্যাবকে বাংলাদেশের গর্বের একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদেরকে প্রটেক্ট করা, তাদের কর্মকর্তাদের প্রটেক্ট করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা বিষয়গুলো দেখছি। এর বেশি কিছু এখনই বলা সম্ভব না।

জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত আতিকুর রহমান ঢাকাপ্রকাশ’কে বলেন, আমাার মনে হচ্ছে বৈঠকে র‌্যাবের ইস্যু ওঠাবে বাংলাদেশ। কারণ এটা বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে আছে।

মার্কিন আন্ডার সেক্রেটারির ঢাকা সফরের সময় তেমন কোনো আশ্বাস না পাওয়া আতিকুর রহমান বলেন, এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যুক্তরাষ্ট্রের। সেটা আমরা কেউ জানি না। হিউম্যান রাইটস দিয়ে ওরা অনেক কিছু বিচার করে পৃথিবীর। এটা তাদের অভ্যন্তরীণ ব্যপার। তবে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেই দিক বিবেচনা করে এটি তাদের মাথায় রাখা উচিত ছিল যুক্তরাষ্ট্রের। নিষেধাজ্ঞা দেওয়ার আগে আলাপ আলোচনা করা উচিত ছিল। যেহেতু দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক আছে।

কোয়াড-আইপিএস

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট কোয়াডে যোগদানের বিষয়ে চাপ রয়েছে বাংলাদেশের ওপরে। কোয়াডে এখন পর্যন্ত যোগ দেওয়া বাকি তিনটি দেশ হলো ভারত, জাপান ও অস্ট্রেলিয়া।

গত বছরে কোয়াডে যোগদান নিয়ে চীন সরাসরিই হুমকি দিয়েছিল বাংলাদেশকে। কোয়াডে যোগ দিলে বাংলাদেশের ক্ষতি হবে বলে তখন চীনের রাষ্ট্রদূত লি জিমিং হুমকি দিয়েছিলেন। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছিলেন, চীন আমাদের সঙ্গে আলোচনা করলেও পারত। এভাবে হুমকি না দিয়ে। তখন কোয়াডে যোগদানের বিষয়টিও অস্বীকার করেছিলেন ড. মোমেন।

একই অবস্থা ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি বা আইপিএস নিয়েও বলা যায়। এক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সঙ্গে থাকার চাপ রয়েছে বাংলাদেশের ওপরে।

সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের ঢাকা সফরের সময়ও বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বলেছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

এ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলছেন, কোয়াড-আইপিএস নিয়ে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নেবেই প্রত্যাশা করে চীন।

রোহিঙ্গা ইস্যু

বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশে প্রায় ১৪ লাখ মিয়ানমারের নাগরিক রয়েছে যাদের দেশটি ফিরিয়ে নিতে অস্বীকার করছে। নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে দেশটি। এ ব্যাপারে বাংলাদেশ অতীতেও অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেরও সহযোগিতা চেয়েছে।

এক পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন হতাশ হয়েই বলেছিলেন, বড় বড় দেশগুলো মিয়ানমারকে চাপে না রেখে তাদের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে। তিনি বাণিজ্য বৃদ্ধির একটি উপাত্তও সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন। 

যদিও মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কানাডা খুন হওয়ার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছে।

খুনি রাশেদকে ফেরানো

বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক পাঁচ খুনির একজন রাশেদ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ বিভিন্ন সময় রাশেদ চৌধুরীকে ফেরানোর চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু দেনদরবার করেছে।

কিন্তু যুক্তরাষ্ট্র আইনের দোহাই দিয়ে রাশেদ চৌধুরীকে ফেরত দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের আইন মৃত্যুদণ্ডের বিরোধী। তাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া যাবে না বলে বিভিন্ন সময় জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিভিন্ন সময় সরকারের শীর্ষ কর্তারা হতাশ হয়ে বক্তব্য দিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ৪ এপ্রিলের বৈঠকে অন্যতম মূল এজেন্ডা হবে খুনি রাশেদকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে। আইনগত ফাঁকফোকর দিয়েও কোনোভাবে রাশেদ চৌধুরীকে ফেরানো যায় কীনা সেটা নিয়ে আলোচনা হবে দুই পররাষ্ট্রমন্ত্রীর।

 

আরইউ/

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে,নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘‘জাতিগত নির্মূল’’ অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচার বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।

গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া গাজায় মানবিক সহায়তা ঢুকতে বাধা দেওয়া হয়েছে, যা ওই অঞ্চলটিকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তারা এতে কোনো গুরুত্বই দেয়নি; বরং তারা ক্রমবর্ধমান হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সেখানে সব ধরনের যুদ্ধবিরতি বন্ধের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনার প্রয়োজনীয়তার বিষয় পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলেছে, এটা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও তাদের দুর্ভোগের অবসান ঘটাতে কূটনীতি ও সংলাপের পথে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার ভিত্তিতে ফিলিস্তিনের সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ তার আহ্বানে অবিচল ও দ্ব্যর্থহীন।

Header Ad
Header Ad

সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি

ছবি: সংগৃহীত

ইরান তার নিরাপত্তা সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন, দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এক বিবৃতিতে, পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘বহিরাগত হুমকির’ সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্র ব্যবহারসহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যেকোনো সহায়তা দেয়া হলে তা একটি ‘শত্রুতাপূর্ণ কাজ’ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে ‘আক্রমণের তালিকায়’ রাখবে ইরান।

অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিলো তেহরান, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূ-রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক।

সোমবার (৭ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া নিজের নামে ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা