সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: সমাধান কোন পথে?

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান অনুসারে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির মেয়াদ ছিল গত বছরের পয়লা এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। সেই হিসেবে কমিটির ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ফুরিয়েছে আরও একদিন আগে। কিন্তু ২০২২-২৩ সেশনের কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো ফল ঘোষণা হয়নি। গত ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনের ফল ঘোষণা নিয়ে চলছে অনিশ্চয়তা।

তবে ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটির সম্পাদক রুহুল কুদ্দুস মনে করেন, তাদের কমিটির মেয়াদ এখনও আছে। ঢাকাপ্রকাশকে তিনি বলেন, সমিতির সংবিধান অনুযায়ী এই মেয়াদকাল হলেও প্রতি বছর যেটি হয়ে আসছে, তা হচ্ছে এজিএমে (বার্ষিক সাধারণ সভা) নতুন কমিটির কাছে এক বছরের জন্য দায়িত্ব হস্তান্তর করা হয়। গত বছর ১২ এপ্রিল এজিএম হয়। সেদিন আমরা এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করি। সে হিসেবে আমাদের কমিটির মেয়াদ আগামী ১১ এপ্রিল পর্যন্ত আছে।

বিদ্যমান পরিস্থিতি নিয়ে গত বুধবার (৩০ মার্চ) দীর্ঘ বৈঠক করেছে বারের কার্যনির্বাহী কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সাত দিনের মধ্যে বারের সাবেক সভাপতি ও সম্পাদকরা বৈঠক করবেন। ওই বৈঠকেই ফলাফল ঘোষণার বিষয়ে চলমান জটিলতার অবসান ঘটবে। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সম্পাদকদের চিঠি দেওয়ার কাজ শুরু হবার কথা বৃহস্পতিবার থেকেই। তবে গতকাল শুক্রবার রাতে অন্তত চারজন সাবেক সভাপতির সঙ্গে কথা হয় ঢাকাপ্রকাশের। তাদের কেউ এখন পর্যন্ত চিঠিই পাননি বলে জানান।

দুই দিনব্যাপী ওই নির্বাচনের দ্বিতীয় দিনে গত ১৬ মার্চ রাতে ফল ঘোষণার কথা ছিল। কিন্তু সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্ট জটিলতায় সেই ফল এখনও ঘোষণা করা হয়নি।

এই বিষয়ে মতামত জানতে চাইলে বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন ঢাকাপ্রকাশকে বলেন, আমি তো সিনিয়র, আগাম মতামত দেওয়া ঠিক হবে না। এখনও চিঠি পাইনি। চিঠি পেলে মতামত দেব।

বারের সাবেক সভাপতি ও সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ ঢাকাপ্রকাশকে বলেন, ফল ঘোষণায় একদিনও দেরি করা ঠিক হয়নি।

তিনি বলেন, সম্পাদক পদের উভয় পক্ষ যদি এই নির্বাচন না মানে, তাহলে অন্য সব পদের ফলাফল তো ঘোষণা করে দেওয়া যায়। দায়িত্ব নেয়ার পর নতুন কমিটি যদি মনে করে বিতর্কিত সাধারণ সম্পাদক পদ ফাংশান করবে না, তাহলে করবে না। আর তারা যদি মনে করে এই পদে পুনরায় ভোট হতে পারে।

বারের আরেক সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনও চিঠি পাননি বলে জানান তিনি। ঢাকাপ্রকাশকে তিনি বলেন, দেশের সবগুলো প্রতিষ্ঠানে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে (সুপ্রিম কোর্ট বার) কখনো ইলেকশনে হেরে গিয়ে রিকাউন্টিংয়ের দাবি তোলা হয়নি। একে কেন্দ্র করে যা হয়েছে, এটা নেক্কারজনক ঘটনা। তারা নির্বাচন উপকমিটির সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে, তাদের অপমান করেছে। এর প্রেক্ষিতে উপকমিটির আহ্বায়ক পদত্যাগ করেছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি। এখন উপকমিটিকে অনুরোধ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করার ব্যবস্থা করা দরকার। এছাড়া আর কোনও গতান্তর আমি দেখি না।

খন্দকার মাহবুব হোসেন বলেন, এর আগে একবার সুপ্রিম কোর্ট বারের এক নির্বাচনে আবদুল মতিন খসরু (প্রয়াত সাবেক আইনমন্ত্রী ও বারের সাবেক সভাপতি) রিকাউন্টিংয়ের আবেদন করেছিলেন, সেটি নাকচ হয়েছিল। কারণ বারের গঠনতন্ত্রে রিকাউন্টিংয়ের বিধান নেই।

বারের আরেক সাবেক সভাপতি জয়নুল আবেদীন ঢাকাপ্রকাশকে বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ফল ঘোষণা নিয়ে এমন ঘটনা আগে ঘটেনি। রিকাউন্টিংয়ের বিধান আমাদের গঠনতন্ত্রে নেই।

বিধান না থাকলেও নজির আছে। বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রিকাউন্টিং করিয়ে একবার বারের সম্পাদক নির্বাচিত হয়েছিলেন-এই উদাহরণ মনে করিয়ে দিলে তিনি বলেন, হ্যাঁ, রিকাউন্টিংয়ে নূরুল ইসলাম সুজন ২ ভোটে জিতেছিলেন। যাই হোক, আমি এখন কোন মতামত দেব না।

চিঠি না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যখন আমরা বৈঠকে বসব, তখন সেখানে মতামত দেব।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, চলমান জটিলতার অবসান কীভাবে হবে, সেটা কমিটি বসে ঠিক করবে। মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালিয়ে যেতে পারবে। আর প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় কমিশনের অন্য সদস্যদের মধ্য থেকে একজন বা নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা করা হয়। তাতে দেখা যায় যে সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল এগিয়ে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি-সমর্থিত নীল প্যানেল। ওই সময় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রস্তুতি নিলেও সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। ভোট গণনার সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সাদা প্যানেলের প্রার্থী আব্দুন নূর দুলালের সমর্থকরা কিছু নষ্ট হওয়া ভোট তাদের প্রতিপক্ষ নীল প্যানেলের প্রার্থীর পক্ষে গণনা করা হয় বলে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তারা সম্পাদক পদে ভোট রিকাউন্টিংয়ের আবেদন করেন। রিকাউন্টিং না করায় তারা নির্বাচন পরিচালনায় গঠিত উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ ওঠে। পরে আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন মশিউজ্জামান। ফলে আটকে যায় ভোটের ফল ঘোষণা।

ভোট গণনায় সভাপতি পদে এগিয়ে থাকা মমতাজ উদ্দিন ফকির ঢাকাপ্রকাশকে বলেন, পয়লা এপ্রিল থেকে নির্বাচিতদের কাছে দায়িত্ব দিলে ভালো হতো। তবে এখন এই অবস্থায় কী করা হবে তা রুহুল কুদ্দুস সাহেবকে জিজ্ঞেস করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুন নূর দুলাল ঢাকাপ্রকাশকে বলেন, আমরা রিকাউন্টিংয়ের আবেদন করেছি। তবে এটি আসলে রিকাউন্টিং হবে না। কারণ নির্বাচন পরিচালনায় গঠিত উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মশিউজ্জামানই তখন বলেছিলেন যে গণনাতো শেষ হয়নি, তাই এটি হবে ফ্রেশ কাউন্টিং। পরে তিনি কাউন্ট না করে ভোটের বাক্স বারের সম্পাদকের হেফাজতে রেখে গেছেন। কিন্তু বারের সম্পাদক তো ভোটের একটা পক্ষে, আমার প্রতিপক্ষ আহ্বায়ক, তার কাছেই ভোটের বাক্স রেখে গেছেন। মেয়াদ ফুরিয়ে যাওয়ায় রুহুল কুদ্দুস সাহেব এখন আর বারের সম্পাদকও নন। তবুও আমি চাই গণনা হোক, গণনায় তিনি জিতলে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নেব।

এমএ/এসআইএইচ

 

Header Ad
Header Ad

সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি

ছবি: সংগৃহীত

ইরান তার নিরাপত্তা সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন, দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এক বিবৃতিতে, পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘বহিরাগত হুমকির’ সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্র ব্যবহারসহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যেকোনো সহায়তা দেয়া হলে তা একটি ‘শত্রুতাপূর্ণ কাজ’ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে ‘আক্রমণের তালিকায়’ রাখবে ইরান।

অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিলো তেহরান, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূ-রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক।

সোমবার (৭ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া নিজের নামে ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ করা হয়।

Header Ad
Header Ad

ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী

রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে।

আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে। রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।

১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউ,এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজিস্টিক।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার