গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জের সদর উপজেলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শুকুর আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিমপুর গ্রামে নিহত শুক্কুর মিয়া তার গুরুকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের পাশে ধানক্ষেতে নিয়ে যান। এসময় নায়েব আলী তাকে নিষেধ করেন। একপর্যায়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পাশে থাকা নায়েব আলীর ৪ ছেলে ময়না মিয়া, লিটন মিয়া, আনোয়ার হোসেন ও আইনুল মিয়া শুক্কুরের উপর হামলা চালায়।
খবর পেয়ে শুক্কুর মিয়ার লোকজন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এসজি