শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

'২০১৮ সালে দেখেছি, দিনের ভোট রাতে শেষ'

আইনের কাজ হচ্ছে মজলুম মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাইবো আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু আমরা তো জানি, ২০১৮ তে আমরা দেখেছি, দিনের ভোট রাত্রিবেলা শেষ। ২০১৪ সালে দেখলাম ভোটকেন্দ্রে ভোট নাই-ভোটার নাই, ১৫৪ জন আগেই নির্বাচিত। ভোটকেন্দ্রে ৫ পার্সেন্ট ভোটারও যায়নি। অর্থাৎ বৃহত্তর মানুষের সমর্থন নিয়ে তারা দেশ পরিচালনায় আসেনি। দেশ পরিচালনার করার জন্য জনগণের ভোটের দরকার পড়ে না। নিজের পেশীতন্ত্র অথবা আইনশৃঙ্খলা বাহিনী, আইন-আদালত, প্রশাসনকে ব্যবহার করে দেশ শাসন করা যায়। তখন তারা সাধারণ মানুষের কথা ভুলে যায়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকা সুপ্রিম কোর্টে দেখলেন ভোটের নামে প্রহসন হল। নির্বাচন কমিশনের আগেই সুপ্রিম কোর্ট বারের সেই অবৈধ সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ১০ হাজার ভোট ১২ হাজার ব্যালট পেপার ছাপিয়ে নিয়েছেন। নির্বাচন কমিশনের কেউ জানে না। সেজন্যই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। আজ তাদের ছাপানো সেই ব্যালট পেপার দিয়ে ভোট দিতে হবে। আজ সর্বোচ্চ আদালতের এই অবস্থা।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে চোর ধরা। আর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কি করলো- চোরকে সহায়তা করলো এবং চুরিকে জায়েজ করার জন্য যা যা করা দরকার গতকালকেও করেছে, আজকেও করছে। আজ প্রধান বিচারপতি বলছেন-আইনজীবীদের বিষয়টি আইনজীবীদেরই দেখা উচিত। তাহলে প্রধান বিচারপতির দায়িত্ব কি, সর্বোচ্চ আদালতের দায়িত্ব কী?

জাহিদ হোসেন বলেন, আজকে আটার দাম ৭৫ টাকা, চালের দাম ৮০ থেকে ১১০ টাকা। আর কারেন্ট সারাদিনে ৭ থেকে ১০ বার আসে আর যায়। তারপরও বলে শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ। আবার বলে উন্নয়নের রোলমডেল বাংলাদেশ। রোলমডেল হয়ে আজ এমন অবস্থা হয়েছে যে, শ্রীলংকার মত অবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। কয়দিন বাজারে আর কিছু কিনতে পাওয়া যাবে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজ জনগণের নাভিশ্বাস ওঠেছে।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির দেয়া ১০ দফা আন্দোলন রাজপথে থেকে সফল করতে হবে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে এই সরকারকে বিদায় করা যাবে না, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিদায় করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সরকার সম্পর্কে তিনি বলেন, হীরক রাজার দেশ সিনেমার হীরক রাজার সাথে তুলনা করে বলেন, যে যা বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ জনগণ কি চায় এটা তাদের কোন বিষয় না। দরকার শুধু চেয়ার।

পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নানুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি, কে গউস, জেলা বিএনপির আহবায়ক আবুল হাসিম, যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, আহমদুর রহমান আব্দাল, কামাল উদ্দিন সেলিম, প্রধান নিবার্চন কমিশনার মঞ্জুর উদ্দিন শাহীন, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এর পূর্বে, সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৩৪ জন ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে হবিগঞ্জ পৌর বিএনপির য্গ্মু আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তাজুল ইসলাম ফরিদ ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হন অপর প্রার্থী জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান ফরিদ পেয়েছেন ১৯৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম আউয়াল ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক লিটন আহমেদ পেয়েছেন ২৫৬ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি দেওয়ান আব্দুল মোহাইমীন চৌধুরী ফুয়াদ ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হন অপর প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কুতুব উদ্দিন শামীম পান ১৭৫ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মর্তুজ আহমেদ রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সম্মেলন শেষে প্রধান নিবার্চন কমিশনার ও জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি মঞ্জুর উদ্দিন শাহীন এ ফলাফল ঘোষণা করেন।
এএজেড

Header Ad
Header Ad

চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তবে নতুন দলে এসেই তিনি হয়েছেন সর্বোচ্চ বেতনের খেলোয়াড়।

মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী শেফিল্ড থেকে বছরে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা। মাসিক হিসাবে তার বেতন প্রায় ৩.৩ কোটি টাকা। তবে আপাতত জুন পর্যন্ত ধারে থাকার কারণে তিনি চলতি মৌসুমের বাকি সময় পর্যন্ত এই বেতনই পাবেন।

শেফিল্ড ইউনাইটেড বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, যা তাদের আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ক্লাবটি চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিততে পারে। হামজার ধারের মেয়াদ শেষ হলে শেফিল্ড ইউনাইটেড তার সঙ্গে স্থায়ী চুক্তি করার পরিকল্পনাও করছে।

শেফিল্ডে হামজার পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হলেন ডিফেন্ডার রব হোল্ডিং, যিনি বছরে ২৩ লাখ ৪০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৮১ লাখ টাকা) বেতন পান। তৃতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়রা হলেন আনেল আহমেদহোডজিক, গুস্তাভো হার্মার, টম ডেভিস ও ভিনিসিয়াস সৌজা, যারা প্রত্যেকে বছরে ১৫ লাখ ৬০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৮৮ লাখ টাকা) বেতন পান।

শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়ে হামজা চৌধুরী শুধু মাঠের খেলায় নয়, বেতনের ক্ষেত্রেও শীর্ষস্থানে উঠে এসেছেন। এখন দেখার বিষয়, তিনি নতুন দলে কতটা প্রভাব বিস্তার করতে পারেন।

Header Ad
Header Ad

পবিপ্রবিতে আবাসিক হলগুলোর নাম পরিবর্তন, মুছে ফেলা হলো শেখ পরিবারের নাম

ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে শেখ পরিবারের নামে থাকা সব আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলের নতুন নামকরণের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ও নাম পরিবর্তন কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোর নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নামকরণের ফলে শের-ই-বাংলা হল-১ এখন শহীদ জিয়াউর রহমান হল-১, শের-ই-বাংলা হল-২ হয়েছে শহীদ জিয়াউর রহমান হল-২, কবি বেগম সুফিয়া কামাল হল হয়েছে চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল হয়েছে কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হয়েছে বিজয় ২৪ হল এবং বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল হয়েছে জুলাই ৩৬ হল। এছাড়া, নির্মাণাধীন নতুন ছাত্র হলের নাম রাখা হয়েছে শের-ই-বাংলা হল, আর নির্মাণাধীন নতুন ছাত্রী হলের নাম হবে তাপসী রাবেয়া হল। তবে এম. কেরামত আলী হলের নাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পরবর্তী রিজেন্ট বোর্ড সভায় আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন নামগুলো বহাল থাকবে।

Header Ad
Header Ad

ইসরায়েলের তেল আবিবে তিনটি বাসে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম ও হোলোন এলাকায় পার্কিং লটে থাকা তিনটি বাসে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পুলিশের তথ্য অনুযায়ী, আরও দুটি বাসে বিস্ফোরক রাখা হলেও তা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ ধারণা করছে, বিস্ফোরণ ঘটানোর সময় নির্ধারণে ভুল হওয়ার কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। এ ঘটনার পর ইসরায়েলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সব বাস, ট্রেন ও লাইট রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরক খুঁজে বের করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বাস পার্কিং লটে আগুনে পুড়ছে এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের মুখপাত্র আরিয়ে দোরন চ্যানেল ১২-কে জানিয়েছেন, "আমরা তেল আবিবের বিভিন্ন স্থানে আরও বিস্ফোরক আছে কিনা, তা খুঁজে বের করার চেষ্টা করছি। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে কোনো সন্দেহজনক ব্যাগ বা বস্তু দেখলেই আমাদের জানান।’"

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অবিস্ফোরিত ডিভাইসের সঙ্গে সংযুক্ত একটি বার্তায় লেখা ছিল, ‘তুলকারেম থেকে প্রতিশোধ’। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহর থেকে এই হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে।

বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরের শরণার্থী শিবিরে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী
পবিপ্রবিতে আবাসিক হলগুলোর নাম পরিবর্তন, মুছে ফেলা হলো শেখ পরিবারের নাম
ইসরায়েলের তেল আবিবে তিনটি বাসে বিস্ফোরণ
বিয়ের ছবি ভাইরাল, বললেন শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ
বাংলা ভাষায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত
বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
স্বামীর বন্ধু পরিচয়ে পদ্মার চরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
১ মার্চ রোজা শুরু হলে ৩৩ বছর পর ঘটতে পারে এক বিরল ঘটনা
ফ্যাসিবাদ যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না: জামায়াত আমির
এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল
ভেঙে গেল চাহাল-ধনশ্রীর সংসার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না: রিজভী
তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প
ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস আলম
শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা
গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, মৃতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়াল
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা