সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ উদ্বোধন

গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ উদ্বোধন। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধার নশরৎপুরে এই নবনির্মিত ভবনটির ফলক উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম.আবদুস্্ সালাম এর সভাপতিত্বে উদ্‌বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আসাদুজ্জামান সুবহানী।

এসময় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল মান্নান, গাইবান্ধা সরকারি কলেজ এর উপাধ্যক্ষ আব্দুর রশিদ, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম জান্নাতুন নুর রিশাত,আনিছুজ্জামান খান বাবু, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, ডা. শহীদুজ্জামান হারুন, ওয়াজিউর রহমান র‌্যাফেল, নাসরিন সুলতানা রেখা, সাইফুল আলম সাজাদ ও প্রমতোষ সাহা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজটি হবে দেশের একটি ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি প্রত্যাশা করেন এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ব্যবস্থাপনায় ২০ বিঘা জমির উপর নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের এই স্কুলে ২০২৫ সাল থেকে প্লে থেকে ৮ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কর্মসূচির উদ্বোধন করা হয়।

Header Ad
Header Ad

দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল... কোনো বিচার হয়েছে? বিচার কার হতো... বেগম খালেদা জিয়ার। তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে... প্রক্রিয়াগত ভুলের জন্য... একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই... আত্মসাৎ করা মানে ভোগ করা। কেউ তা করেছিল? তিন কোটি টাকা ব্যাংকে ছিল ৬ কোটি টাকা হয়েছে। ওই টাকা কেউ স্পর্শ করে নাই, সেই জন্য এই দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়ে দিয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যার পুরো পরিবার ছিল চোর। সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি বেগম খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল।’

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায়, আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কে, রেহানার ক্যাশিয়ার কে, সালমান এফ রহমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। আপনার শুনতেন না এসব? এমন কেউ কি আছেন যে এগুলো শুনতেন না? আছেন?

বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, এরকম পরিস্থিতিতে আপনারা কাজ করতে পারেন নাই। এমন এক্সকিউজ দিতে পারেন। তার মধ্যেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন সেই পরিবেশ নাই। এখন কোনো উপদেষ্টার তরফ থেকে কেউ ফোন করেছে কোনদিন? কেউ আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না। আপনারা প্রমাণ করেন যে, ভালো পরিবেশ পেলে আপনারা ভালো কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আমরা দোষ দেবো, সবাইকে দোষ দেবো। কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে নিজে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন আমরা কী সৎ আছি।

Header Ad
Header Ad

বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু

ছবি : ঢাকাপ্রকাশ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক বিরল ঘটনার সাক্ষী হলো একটি বেসরকারি হাসপাতাল। রোববার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির মা সুস্থ থাকলেও, শিশুটি জন্মের পর অসুস্থ অবস্থায় মারা যায়।

বাগআঁচড়া নার্সিং হোমে রাত সাড়ে ১১টায় ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকের পিতা নূরুন নবী শার্শার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন।

নবজাতকের পিতা জানান, আল্ট্রাসনোগ্রামে জমজ সন্তানের আশা করলেও অস্ত্রোপচারের পর দেখা যায় শিশুটি দুই মাথাওয়ালা। তবে তার শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। শিশুটিকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে ভর্তির মাত্র দুই ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলায়েত হোসেন জানান, শিশুটির এই অবস্থা ছিল "কনজয়েনড টুইন" নামক একটি বিরল জটিলতার কারণে। তিনি ব্যাখ্যা করেন, "গর্ভে ভ্রূণের আলাদা হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এমন ঘটনা ঘটে। অনেক সময় এসব শিশু জন্মের আগেই মারা যায় কিংবা জন্মের পর টিকতে পারে না।"

এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা খুবই বিরল এবং জটিল।

Header Ad
Header Ad

শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেরা ৭টি খাবার

ছবি: সংগৃহীত

শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তাও বেড়ে যায়। অনেকেই শারীরিক দুর্বলতার কারণে শীতে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করেন এবং বিভিন্ন খাবারের ওপর নির্ভর করেন। তবে কিছুদিন পর দেখা যায়, কাঙ্ক্ষিত ফলাফলটি আর পাওয়া যাচ্ছে না।

শীতে শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট খাবারের ওপর গুরুত্ব দিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাইট্রাস ফল, রসুন, দই ইত্যাদি। এই খাবারগুলো আপনাকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন তাহলে একনজরে দেখে নেওয়া যাক।

হলুদ: হলুদ অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলি সমৃদ্ধ। এতে থাকা কারকিউমিন উপাদান রোগের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগায় এবং লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে। নিয়মিত হলুদ খেলে ক্লান্তি থেকেও মুক্তি পাওয়া যায়।

আদা: প্রাচীনকাল থেকেই নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এটি প্রদাহবিরোধী হিসেবে বিশেষ কার্যকারী। আদা খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং হজম প্রক্রিয়াকে সহজতর করে।

রসুন: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রসুন একটি অতি কার্যকরী উপাদান। এতে থাকা অ্যালিসিন, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি সর্দি-কাশির সমস্যা থেকেও মুক্তি দেয়।

গ্রিন টি: গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য প্রসিদ্ধ, বিশেষ করে এতে থাকা ক্যাটিচিন উপাদান ইমিউন সিস্টেমকে সজীব রাখে। ক্যাফিন শরীর ও মনকে চাঙা করার পাশাপাশি মানসিক অবস্থাও ভাল রাখতে সহায়তা করে। পরিমিত পরিমাণ গ্রিন টি পানে আরও অনেক উপকার পাওয়া যায়।

পালং শাক: এই শাকে ভিটামিন সি, ই, এবং বিটা-ক্যারোটিনসহ নানা খনিজ রয়েছে, যা ইমিউন সিস্টেম বজায় রাখতে সহায়তা করে। পালং শাকের আয়রন রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও কার্যকর।

দই: দই হলো ভালো ব্যাকটেরিয়ার একটি পরিচিত ও স্বাস্থ্যকর উৎস। এর মধ্যে যুক্ত ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যে উপকারী। সুস্থ অন্ত্রের জন্য ইমিউন সিস্টেম জরুরি, আর দই সেই প্রক্রিয়াকে সমর্থন করে।

সাইট্রাস ফল: লেবু, মোসাম্বি, কমলা, এবং আঙুর সাইট্রাস ফলের অন্তর্ভুক্ত। এই ফলগুলো ভিটামিন সি-এর সমৃদ্ধ উৎস, যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের ক্ষতি থেকে রক্ষা করে।

এ খাবারগুলো আপনার শারীরিক শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল
বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু
শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেরা ৭টি খাবার
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তজুড়ে ‘অ্যান্টি ড্রোন ইউনিট’ বসাচ্ছে ভারত
ছাত্র আন্দোলনে অপেশাদারিত্বের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার
ই-মেইল বা রেজিস্টার্ড মোবাইল ছাড়াই ফেরত পেতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট
ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার
বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে
বাশারের ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেল ১ লাখ ৩৭ হাজার বন্দী
আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার
আইরিশদের সামনে ১২৪ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন বাশার আল-আসাদ
১৭ জানুয়ারি মেডিক্যালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু মঙ্গলবার
অবৈধভাবে থাকা বিদেশিদের তালিকায় ভারতীয়দের আধিপত্য, বছরে পাচার বিপুল অর্থ
গণভবনের মতো আসাদের বিলাসবহুল বাসভবনেও জনতার লুটপাট
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
বিজয় দিবস উপলক্ষে ৮ দিন জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বিমান দুর্ঘটনায় নিহত হতে পারেন বাশার আল আসাদ?
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পদত্যাগে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ