বিরামপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক। ছবি: সংগৃহীত
দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের সাহের উদ্দিন সরকারের পুত্র বিপ্লব আলম বিলু। গত শুক্রবার (২৫ অক্টোবর) বিরামপুর থানায় এ মামলা রুজু করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ৫ জানুয়ারি দিনাজপুর জেলার বিরামপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ইউনিয়ন সভাপতি ইউনুস আলী মন্ডল বিজয়ী হন জালিয়াতির মাধ্যমে। বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ না করার কারণে সাবেক এমপি শিবলী সাদিকের উপস্থিতিতে কাটলা হাই স্কুল মাঠে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর আসামিরা রশিদুলের লাশ মাঠে ফেলে রেখে বিজয়ী সংবর্ধনার অনুষ্ঠান শেষ করে চলে যায়।
আসামীদের মধ্যে সাবেক এমপি শিবলী সাদিক, বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, পলাতক সাবেক কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১১৩ জন নামীয় এবং ৩ শতাধিক অজ্ঞাত নেতাকর্মী অন্তর্ভুক্ত রয়েছেন।
মামলার বাদী বিপ্লব আলম অভিযোগ করেন, সাবেক এমপি শিবলী সাদিকের নির্দেশে ভিকটিমের পরিবার মামলা করতে সাহস পায়নি এবং রশিদুলের লাশ পোস্টমর্টেম ছাড়া দাফন করতে বাধ্য হন। আওয়ামী লীগের ক্ষমতার দাপটে গত দুই বছর ধরে রশিদুলের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুর রহমান জানান, হত্যা মামলার নামীয় ও অজ্ঞাত সকল আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে বিরামপুর থানায় ২টি, নবাবগঞ্জ থানায় ৩টি, ঘোড়াঘাট থানায় ২টি এবং হাকিমপুর থানায় ৩টি হত্যা মামলা রয়েছে। ৫ আগস্ট, ২০২৪ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিবলী সাদিক বর্তমানে আত্মগোপনে আছেন।