ব্যবসায়ীর কাছে থেকে ৩ লাখ টাকা ছিনতাই, ২০ দিন পর ছিনতাইকারী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ছিনতাইকারী বাঁধন। ছবি: সংগৃহীত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক ব্যবসায়ীর পথ রোধ করে মারধর করে প্রায় তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। এ ঘটনার প্রায় ২০ দিন পর ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছে থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার আলিমুদ্দিন চয়েনের ছেলে বাঁধন (২২)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সান্তাহার সিএনজি স্ট্যান্ডে মিজান পেপার এন্ড স্টেশনারি নামক একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকানের মালিক মিজানুর রহমান। তিনি গত (২২ মে) রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শহরের পাওয়ার প্লান্ট এলাকায় মোটরসাইকেল নিয়ে ৩ অজ্ঞাত ব্যক্তি তার পথ রোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার ব্যাগে থাকা প্রায় ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই করে।
এ ঘটনার প্রায় ২০ দিন পর মঙ্গলবার (১১ জুন) ভোর রাতে ছাতিয়ান গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এবং তার কাছে থেকে কিছু নগদ অর্থ ও ছিনতাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওসি তিনি আরও বলেন, তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।