নওগাঁ-২ আসন
‘মরণের আগে শেষ ভোট দিয়ে গেলাম’
ভোট দিচ্ছেন শতবছর বয়সী বয়োজ্যেষ্ঠ ওসমান আলী। ছবি: ঢাকাপ্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে ধামইরহাটে শতবছর বয়সী বয়োজ্যেষ্ঠ ওসমান আলী পায়ে হেঁটে ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলার বড় মইশড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যের সহযোগিতা ছাড়াই ভোট দিতে আসেন ওসমান আলী।
এ সময় ওসমান আলী ঢাকাপ্রকাশকে বলেন, ‘নিজের ভোট নিজে দিতে পেরেছি ভালোভাবে। বয়স অনেক হইছে। এই বয়সে আমার সাথের অনেকেই কবরে গিয়েছে। আল্লাহর রহমতে লাঠিতে ভর ছাড়াই ভোট দিতে পেরে অনেক ভালো লাগতাছে। জানি না সামনে ভোট দিতে পারব কিনা হয়তো বা এটাই আমার শেষ ভোট। মরণের আগে শেষ একটা ভোট দিয়ে গেলাম।’
নওগাঁ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। ১২৪টি ভোটকেন্দ্রের ৭০৬টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সকালে ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোর বাইরে নৌকা ও ট্রাক প্রতীকের প্রার্থীর অনুসারী নেতা-কর্মীদের সরব উপস্থিতি চোখে পড়লেও অপর দুই প্রার্থীর সমর্থকদের উপস্থিতি চোখে পড়েনি। সকাল ১০টা পর্যন্ত নির্বাচনী এলাকার কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত আছেন। এ ছাড়া পুলিশের ২৬টি ভ্রাম্যমাণ দল ও ৬টি স্ট্রাইকিং দল কাজ করছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা ঢাকাপ্রকাশকে বলেন, আশা করছি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।