তিন বছর পর বন্ধ সোনামসজিদ ইমিগ্রেশন চালু
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশের সোনামসজিদ ও ভারতের মাহদীপুর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ চেকপোস্টের ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, স্থানীয়রা সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আই সি বি স্থলবন্দর সোনামসজিদ নায়েক সুবেদার আরিফুল ইসলাম ও জেলা চেম্বার অফ কমার্স সভাপতি আব্দুল ওয়াহেদ এবং ভারতের এসিসটেন্ট কমিশনার কাস্টমস দেবাশিস মুখোপাধ্যায়, এসিসটেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিসেট্রট (এডিএম) বৈভব চৌধুরী, বিএসএফ কমান্ডডেন্ট সঞ্জয় শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। আজ পুনরায় ইমিগ্রেশন চালুর মাধ্যমে এ অঞ্চলের দুই দেশের ব্যবসায়ী, ভ্রমণ পিপাসু ও ভারতে চিকিৎসা নিতে রোগীদের ভোগান্তি দূর হল।
এএজেড