চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে শাজাহানপুরে মো. মিজানুর রহমান বাবুর (৩৭) শয়নকক্ষ থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর দিয়াড়ে হুররোপাড়া গ্রামের বাবুর বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু একই এলাকার গড়াইপাড়া গ্রামের মো. এনামুল হকের ছেলে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, গোপন সংবাদের ভিক্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মিজানুর রহমান ওরফে বাবুর শয়নকক্ষের ভেতর থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় বাবুর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এসজি