অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৩০৮

ছবি: সংগৃহীত
সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় শুরু হওয়া বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এ সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, ৮ ফেব্রুয়ারি রাত থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে মেট্রোপলিটন পুলিশ ২৭৪ জন এবং রেঞ্জ পুলিশ ১ হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে "অপারেশন ডেভিল হান্ট" শুরু হয়।
পুলিশ জানিয়েছে, এই অভিযান সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর হবে।
