মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামিদের জামিনের প্রতিবাদে আন্দোলনের ডাক: 'মার্চ টু জজ কোর্ট'
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দুইটি হত্যা মামলার গ্রেপ্তারকৃত দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে জামিনের আদেশের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ‘মার্চ টু জজ কোর্ট’ নামের ওই কর্মসূচিটি সকাল ১০টায় সুপারমার্কেট থেকে শুরু হয়ে জেলা জজ কোর্ট পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা জানানো হয়েছে।
এছাড়া কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে মুন্সিগঞ্জ জেলার ছাত্র-জনতা এবং সকল শ্রেণী-পেশার মানুষকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন আয়োজকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্মসূচির এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগের প্রতিরোধের মুখে অংশ নিয়ে নিহত সজল মোল্লা ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল হত্যা মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি ছাত্রলীগ কর্মী রাহিম (২৮) ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গতকাল সোমবার আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান রিমান্ডের আবেদন নামঞ্জুর করে আসামিদের জামিনের আদেশ দেন।
হত্যা মামলার আসামিদের রিমান্ড মঞ্জুর না করে সরাসরি জামিনের আদেশ দেয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসাবে মন্তব্য করেন আদালতে কর্মরত বিএনপিপন্থী কয়েকজন আইনজীবি।