টাঙ্গাইলে দুইটি অবৈধ ক্লিনিক সিলগালা
ছবি : ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলে বৈধ কাগজপত্র না থাকায় ২ টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। একইসাথে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের দেওলা ও সাবালিয়া এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
হাসান বিন মোহাম্মদ আলী জানান, কোন বৈধ কাগজপত্র না থাকায় শহরের নতুন দেওলা এলাকার ফেয়ার হসপিটাল ও রেহানা মর্ডান হসপিটাল সিলগালা করা হয়।
এছাড়াও ফেয়ার হসপিটালের তিন মালিককে ৫ হাজার টাকা করে ও রেহানা মর্ডান হসপিটাল মালিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান অব্যাহত থাকবে।