বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

খুলনায় মৎস্য পণ্য সনদায়নে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

 

খুলনায় নিরাপদ মাছ, মৎস্যপণ্য উৎপাদন ও বিপণন নিশ্চিতকরণে ‘মৎস্য পণ্যে সনদায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ চলছে। বুধবার (২২ মার্চ) এ প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন। এর আগে শনিবার (১৮ মার্চ) খুলনায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিরাপদ মৎস্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে উত্তম চর্চাসমূহ, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডস, হাইজিন-স্যানিটেশন, কুল চেইন ব্যবস্থাপনা, প্যাকেজিং, লেবেলিং, সংরক্ষণ, পরিবহন, হ্যাজার্ড বা আপদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সার্বিক ধারণা প্রদান করা হয়। একইসঙ্গে মানুষের স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, পণ্যের আন্তর্জাতিক মান অর্জনের মাধ্যমে সনদায়ন, পদ্ধতিগত উন্নয়ন সাধন বিষয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশ। এ ছাড়াও প্রশিক্ষণ কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন দপ্তর, খুলনা, সালাম সি ফুডস লিমিটেড ও টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড সার্বিক সহযোগিতা প্রদান করে।

উক্ত প্রশিক্ষণে বিভিন্ন জেলার মৎস্য কর্মকর্তা, মৎস্য প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ২০টি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মাস্টার ট্রেইনার হিসেবে ভবিষ্যতে মাঠ পর্যায়ে মৎস্য পণ্যের সনদায়নে উদ্যোক্তাগণকে দক্ষতা উন্নয়নে প্রতক্ষ্য ভূমিকা পালন করতে উৎসাহিত করবেন।

প্রশিক্ষণ উপলক্ষে পিকেএসএফের সিনিয়র জেনারেল ম্যানেজার ও আরএমটিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করণে বাংলাদেশে ‘উত্তম মৎস্য চাষ অনুশীলন’ এর উপর প্রশিক্ষণ প্রদান করছি। আমরা মনে করি খাদ্য নিরাপদ হলেই পুষ্টি সমৃদ্ধ ও মেধাবী জাতি গঠন সম্ভব।

উল্লেখ্য যে, ইফাদ, ডানিডা ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি), সমগ্র দেশব্যাপী ৪.৫ লক্ষ লক্ষিত পরিবার, ক্ষুদ্র উদ্যোক্তা, ও কৃষকদের নিয়ে কাজ করছে। এ ছাড়াও এ প্রকল্পের মাধ্যমে মৎস্য খাত উন্নয়নে ২০টি স্থানীয় এনজিওর মাধ্যমে ১.২৩ লক্ষ জনগণকে মৎস্য সরবরাহ ব্যবস্থা উন্নয়নে নানাবিধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে।

এসএন

Header Ad
Header Ad

স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সাথে ছিলেন তার স্ত্রী। খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান ও তার স্ত্রী প্রায় ৪০ মিনিটের মতো ছিলেন।

Header Ad
Header Ad

রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়

ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিংয়ের সামনে সম্পূর্ণ ব্যর্থ হলো ফরচুন বরিশালের ব্যাটাররা। ১২৪ রানের অল্প পুঁজিতে বরিশালের বোলাররাও প্রতিরোধ গড়তে পারেনি। অপরাজিত ফিফটির মাধ্যমে সাইফ হাসানের দুর্দান্ত ইনিংস রংপুরকে সহজ জয় এনে দিয়েছে। এ জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম শূন্য রানে আউট হন। এরপর তিনে নামা তৌফিক খান তুষারও কোনো রান করতে পারেননি। দ্রুত ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে রংপুর।

তবে চাপ সামলে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে অবিচ্ছিন্ন ১১৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেন, আর হেলস অপরাজিত থাকেন ৪৯ রানে।

বরিশালের ব্যাটিং লাইনআপে শুরুর থেকেই ছিল বিশৃঙ্খলা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ের পর তাওহিদ হৃদয়ও ব্যর্থ হন, মাত্র ৬ বলে করেন ৪ রান।

অধিনায়ক তামিম ইকবাল শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হন।

শেষদিকে মোহাম্মদ নবি লড়াইয়ের চেষ্টা করলেও রান আউট হয়ে তার ইনিংস থেমে যায়। বরিশালের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ফলে সহজ জয় তুলে নেয় রংপুর।

Header Ad
Header Ad

ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

একের পর এক ফ্লপ ছবিতে যখন বলিউডের অবস্থা নাজেহাল তখন ‘জওয়ান’ অবতারে বক্স অফিসে ঝড় তোলেন বলিউড কিং শাহরুখ খান। এদিকে যখন পান মাসালার বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করছেন।

অন্যদিকে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর জিনিস প্রচার করছেন, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কটাক্ষের কড়া জবাব দিলেন বলিউড কিং। স্পষ্ট জানালেন, ‘যারা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালো নয়, তারা এটাকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানাতে পারে।

শাহরুখ আরও বলেন, ‘এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারে ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়।’

‘সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করা বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্ত্রীসহ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় একবছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ম্যাজিস্ট্রেট সেজে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর মধুর প্রেম, অতঃপর...
‘ডাক’ মেরে নতুন বছর শুরু লিটন দাসের