শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ সিএনজি যেন চলন্ত বোমা!

চট্টগ্রামের বিভিন্ন সড়কে চলাচলরত সহস্রাধিক মেয়াদোত্তীর্ণ সিএনজিচালিত অটোরিকশা যেন একেকটি চলন্ত বোমা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এসব সিএনজিতে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। না বুঝে এসব যানবাহনে যাতায়াত করছে সাধারণ যাত্রীরা। বিপাকে পড়েছেন চালক-মালিকরাও। অথচ এ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই বিআরটিএ
কর্তৃপক্ষের।

এমন অভিযোগ চালক-মালিক ও যাত্রী সাধারণের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৬ ডিসেম্বর বিআরটিএ চেয়ারম্যান ও সড়ক পরিবহন বিভাগের সচিব বরাবরে আবেদন করেছেন চট্টগ্রাম অটোরিকশা-অটো টেম্পু শ্রমিক লীগ।

সংগঠনটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন বলেন, ২০০৫ সিরিয়ালের ১ হাজার ১৭১টি সিএনজিচালিত অটোরিকশা মোয়াদোত্তীর্ণ হয়েছে অন্তত ২ বছর আগে। এর মধ্যে ২০০১ সিরিয়ালের কিছু অটোরিকশাও রয়েছে। এসব গাড়ি স্ক্র্যাপ করে নতুনভাবে রিপ্লেস করার নিয়ম থাকলেও বিআরটিএ কর্তৃপক্ষ গড়িমসি করছে। ফলে চালক-মালিকরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কে এসব গাড়ি সচল রেখেছে। এ সুবাধে পুলিশ প্রশাসন নানাভাবে হয়রানি করছে। সেই সঙ্গে এসব গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে। মেয়াদোত্তীর্ণ এসব সিএনজি এখন একেকটি চলন্ত বোমা। যাত্রীরা না বুঝে তুলনামূলক কম ভাড়ায় এসব গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকারও।

এ বিষয়ে সিএনজি মালিকদের ভাষ্য, দুই বছর আগে এসব সিএনজি অটোরিকশার মেয়াদ শেষে হলেও কাগজপত্র নবায়ন করছে না বিআরটিএ। যেকোনো সময় এসব গাড়ি স্ক্র্যাপ করা হতে পারে এই শঙ্কায় গাড়ি মেরামতও কাজ করা হচ্ছে না। তাই গাড়ি নিয়ে আমরা বিপাকে পড়েছি।

এদিকে চালকদের ভাষ্য, মেয়াদোত্তীর্ণ গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই ট্রাফিক পুলিশ নগদ টাকা আদায় করে। না হয় মামলা দেয়। মামলা ছাড়ানোর টাকাও দিতে চায় না মালিকরা। মালিকরা গাড়ি ভেঙ্গে ফেলবে বলে কাজও করে না। তাই রি-ফুয়েলিং করার সময় বা গাড়ি চালানোর সময় অনেক সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পেটের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে এসব গাড়ি নিয়ে রাস্তায় বের হতে হয়।

সূত্র মতে, গত ২৩ আগস্ট রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার গোল চত্বরে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় চালক দ্বগ্ধ হলেও সিএনজিতে কোন যাত্রী ছিল না। এছাড়া একইদিন রাত সাড়ে ৮টায় জেলার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে একটি সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি স্টেশনের অফিস রুম ও স্টেশনের টিনশেড উড়ে যায় এবং অফিসের গ্লাস ভেঙে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।

এর আগে গত ৯ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মনটানা ক্লাবের সামনে সিএনজিচালিত অটোরিকশাার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ যাত্রী দ্বগ্ধ হন। তার আগে ২৬ মে দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকার সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হন।

এ ব্যাপারে জানতে চট্টগ্রাম বিআরটিএ‘র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদাররের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে বিআরটিএ চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া ঢাকাপ্রকাশকে বলেন, মেয়াদোত্তীর্ণ সিএনজিচালিত অটোরিকশা স্ক্র্যাপ করে নতুন নাম্বার প্রদানের বিষয়ে সংখ্যাভিত্তিক একটি তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা আসলে আমরা সেই মতাবেক ব্যবস্থা নেব। আশা করছি, নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে সেটা হয়ে যাবে।

এদিকে মেয়াদোত্তীর্ণ সিএনজির নাম্বার রিপ্লেস করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, কারণ মেয়াদোত্তীর্ণ এসব সিএনজি এখন একেকটি চলন্ত বোমা। যেকোনো সময় বিস্ফোরিত হয়ে চালক ও যাত্রীদের প্রাণহানির ঘটাতে পারে। তাই এসব সিএনজি স্ক্র্যাপ করে নতুন সিএনজিতে নাম্বার সংযুক্ত করার দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম বিআরটিএ'র তথ্যমতে, ২০০১ থেকে ২০০৫ মডেলের ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা স্ক্র্যাপ করে নতুন গাড়িতে নাম্বার রিপ্লেস করার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। সেই মোতাবেক এ পর্যন্ত ১১ হাজার ৮২৯টি গাড়ি স্ক্র্যাপ করে নতুন নাম্বার দেওয়া হয়েছে। বাকি আছে ১ হাজার ৫টি গাড়ি।

এসআইএইচ/

 

Header Ad

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কথা বলেছেন সেই প্রসঙ্গেও।

আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বিচার প্রক্রিয়ার আগে তাদের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।

Header Ad

মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার