সাতক্ষীরার ১০ ইউপিতে ভোট রবিবার
সাতক্ষীরার শ্যামনগর ও তালা উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ রবিবার (২৬ ডিসেম্বর)। ১০টি ইউনিয়নের মধ্যে শুধু শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ইতোপূর্বে ভোটগ্রহণ কর্মকর্তাদের সকল ধরনের প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার।
জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর জানান, চতুর্থ ধাপে উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৮৯টি, ভোট কক্ষের সংখ্যা ৫৪৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬৬টি। ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭শ ৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪৩ জন, মহিলা ভোটার ৯৯ হাজার ২শ ৬৪ জন। এ ছাড়া তালা উপজেলার কুমিরা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৮৮ জন। পুরুষ ৯ হাজার ৭৮৮ এবং নারী ৯ হাজার ৩০০ জন।
ইউনিয়ন অনুযায়ী ভোটকেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা; কাশিমাড়ী ইউপিতে কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৬২টি। নুরনগরে কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৮টি। কৈখালীতে কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯টি। রমজাননগরে কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪৯টি। মুন্সিগঞ্জে কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৭৭টি। বুড়িগোয়ালিনীতে কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯টি। আটুলিয়াতে কেন্দ্র ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৭৯টি। পদ্মপুকুরে কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৫৩টি। গাবুরায় কেন্দ্র ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।
ইউনিয়ন অনুযায়ী ভোটার সংখ্যা কাশিমাড়ীতে ২৪ হাজার ৭শ ৯৯। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪শ ৭৯ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৩শ ২০ জন। নুরনগরে মোট ভোটার ১৫ হাজার ২শ ৩৯। পুরুষ ভোটার ৭ হাজার ৮শ ১০ জন এবং মহিলা ৭ হাজার ৪শ ২৯ জন। কৈখালীতে মোট ভোটার ২২ হাজর ৩শ ৭৩ জন। পুরুষ ১১ হাজার ২শ ৬৫ জন এবং মহিলা ১১ হাজার ১০৮জন। রমজাননগরে মোট ভোটার ১৯ হাজার ৩৩৭ জন। পুরুষ ৯ হাজার ৭৯৬ জন এবং মহিলা ৯ হাজার ৫৪১জন। মুন্সিগঞ্জে মোট ভোটার ২৭ হাজার ১৭৮ জন। পুরুষ ১৩ হাজার ৭২২ জন এবং মহিলা ১৩ হাজার ৪৫৬ জন। বুড়িগোয়ালিনীতে মোট ভোটার ২০ হাজার ৫৫২ জন। পুরুষ ১০ হাজার ৪০০ জন এবং মহিলা ১০ হাজার ১৫২ জন। আটুলিয়ায় মোট ভোটার ২৮ হাজার ১৫৪ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ১৮৯জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৯৬৫জন। পদ্মপুকুরে মোট ভোটার ১৮ হাজার ৮৭১ জন। পুরুষ ৯ হাজার ৬৪৩জন এবং মহিলা ৯ হাজার ২২৮জন। গাবুরা ইউপিতে মোট ভোটার ২৪ হাজার ১৬৮জন। পুরুষ ১২ হাজার ১০৩ জন ও মহিলা ১২ হাজার ৬৫ জন।
তালা উপজেলার কুমিরা ইউপিতে মোট ভোটার ১৯ হাজার ৮৮জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৭৮৮ জন এবং নারী ৯ হাজার ৩০০জন। ভোটকেন্দ্র নয়টি। ভোট কক্ষ ৫৩টি।
আগামী ২৬ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর জানান। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯৮ জন প্রিসাইডিং অফিসার ৫৯৮জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ১৯৬ জন পোলিং অফিসার।
সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোটের দিন কেউ কোনোরকম ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’
/এএন