ফুলবাড়ীয়ায় কমিউনিটি ক্লিনিক পরিত্যক্ত, খুপড়ি ঘরে স্বাস্থ্যসেবা
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কমিউনিটি ক্লিনিকটির দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বেরিয়ে পড়েছে রড। ছাদ চুঁইয়ে পড়ে পানি। এসব কারণে এক বছর আগে কমিউনিটি ক্লিনিকটি পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এক বছর ধরে ক্লিনিকের সামনে টিনের একটি ছোট খুপড়ি ঘরে চলছে স্বাস্থ্য সেবা।
২০০১ সালে নির্মাণ করা হয় কমিউনিটি ক্লিনিকটি। ২০ বছর পার না হতে সেই ক্লিনিকের ফাঁটল দেখা দিয়েছে। কমিউনিটি ক্লিনিকটির মেঝে নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই ভিতরে হাঁটু পানি জমে যায়। ভিজে যায় ওষুধ, কাগজপত্র এবং আসবাবপত্র। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের মহেশপুর কমিউনিটি ক্লিনিকের ভগ্নদশায় স্বাস্থ্য বিভাগ যেমন উদ্ধিগ্ন, তেমনি সেবা নিতে আশা রোগীরা হতাশ।
এক বছর আগে স্বাস্থ্য বিভাগ কমিউনিটি ক্লিনিকটিকে পরিত্যক্ত ঘোষণা করে। ক্লিনিকের সামনে স্বাস্থ্য বিভাগ টিন দিয়ে ছোট একটি ঘর তৈরি করে। সে ঘরটিতে ওষুধ, চেয়ারটেবিল রেখে কোনোরকমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচী, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে।
কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিতে আসা কমলা খাতুন বলেন, ‘আমরা গ্রামের মানুষ এ ক্লিনিক থেকে নিয়মিত স্বাস্থ্যসেবা নিয়ে থাকি। বর্তমানে ক্লিনিকের ভিতরে যে অবস্থা তাতে সেবা নিতে যেতেও ভয় করে।’
জয়পুর গ্রামের সত্তর বছরের বৃদ্ধ লাল মিয়া বলেন, ‘আমরা যারা এখন বয়সের কারণে দূরে কোথাও যেতে পারি না। আমাদের স্বাস্থ্যসেবায় একমাত্র ভরসা এ ক্লিনিক। ক্লিনিকটির এমন দশায় তাদের মনটা ভেঙে গেছে। কমিউনিটি ক্লিনিকটি নির্মাণের সময় নিম্নমানের কাজ করায় আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু ঠিকাদার আমাদের কথা শোনেনি।’
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজমুল কবির জানান, এক বছর আগে উপজেলা স্বাস্থ্য বিভাগ জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিকটি পরিত্যক্ত ঘোষণা করে। মানুষকে সেবা দেওয়ার জন্য ক্লিনিকের সামনে টিন দিয়ে ছোট একটি ছাপড়া ঘর তৈরি করে স্বাস্থ্য সেবা দিচ্ছি। প্রতিমাসে ক্লিনিক থেকে ৭/৮শ মানুষ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। জরাজীর্ণ পুরাতন ভবনের স্থলে একটি নতুন ভবন নির্মাণের জন্য অনেক আগেই স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের এইচ আই আব্দুল মান্নান জানান, মহেশপুর কমিউনিটি ক্লিনিকের মতো উপজেলায় আরও ৫ টি কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ। জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিকগুলোর স্থলে নতুন ভবন নির্মাণ করার জন্য স্বাস্থ্য বিভাগে আবেদন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ জানান, জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালিয়ে নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরাজীর্ণ ভবনগুলোর স্থলে নতুন নির্মাণ করার জন্য স্বাস্থ্য বিভাগে লিখিতভাবে জানানো হয়েছে।
একে/এএন