নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি
লালমনিরহাটে ঠিকাদারদের কাজ না করার হুমকী
সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক নির্মাণসামগ্রীর অস্বভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে সব শ্রেণির ঠিকাদারগণ মানববন্ধন করেছে। সেই সঙ্গে নির্মাণসামগ্রীর দাম না কমালে জেলার ঠিকাদারগণ কোনো কাজে হাত দেবেন না বলে হুমকী দিয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাট ঠিকাদার সমিতি ও জেলার সর্বস্তরের ঠিকাদারগণ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করেছে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিতে। ফলে ইতিমধ্যে অনেক উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসব নির্মাণসামগ্রীর যে রেট দেওয়া হয়েছে বর্তমান বাজার দর ওই রেট থেকে অনেক ঊর্ধ্ব গতিতে রয়েছে।
এ ছাড়া অস্বাভাবিকভাবে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিতে পূর্বের ক্রয়কৃত মালামাল ডেলিভারি না দিয়ে কোম্পানি ঠিকাদারদের টাকা ফেরত দিচ্ছে। এতে দোকানদার ও কোম্পানির এজেন্টদের সঙ্গে ঠিকাদারদের সম্পর্ক খারাপ হচ্ছে।
বক্তরা আরও বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন সহযোগী। এই সেক্টর থেকে ঠিকাদাররা সরকারকে কোটি কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছে। নির্মাণসামগ্রীর মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ঠিকাদাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
ঘণ্টাকালব্যাপি এ মানববন্ধনে জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক ও সিনিয়র ঠিকাদার কাজি নজরুল ইসলাম তপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব রাখেন, সমিতির যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান প্লাবন, মতিয়ার রহমান মতি, সদস্য ঠিকাদার সবুজ, ঠিকাদার সহিদুল ইসলাম, ঠিকাদার রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এসময় মের্সাস সুমন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সুমন মিয়া, ফাহিম এন্টারপ্রাইজের ফিরোজ মাহমুদ, মের্সাস আব্দুল হাকিমের স্বত্বাধিকারী আব্দুল হাকিম, ঠিকাদার মো. কিসমত আলী, ঠিকাদার রাশেদুজ্জামান রোমান, ঠিকাদার রাশেদুল ইসলাম ঠিকাদার বাবুসহ শতাধিক ঠিকাদার, সহযোগী ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
টিটি/