লালমনিরহাটে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে সাধারণ যাত্রীরা
লালমনিরহাটে মোটর শ্রমিকদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে হামলা, তেলের পাম্প ভাঙচুরের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রংপুর-লালমনিরহাট-বুড়িমারী রোডে আন্তঃজেলার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
সোমবার (২১ মার্চ) সকাল থেকে লালমনিরহাট জেলায় বাস-মিনিবাস ও মাইক্রোবাসের সাধারণ শ্রমিকদের অনির্দিষ্টকালের অঘোষিত পরিবহন ধর্মঘট চলছে।
জানা যায়, দীর্ঘদিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস-মিনিবাস শ্রমিক সংগঠন। পুরাতন কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য ক্রয় করা জমি গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ শ্রমিকদের মাঝে ক্ষোভ তৈরি হয় এবং দুই ভাগে বিভক্ত হয় শ্রমিকরা। পরে রবিবার দিনব্যাপি দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও জেলা
বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সিরাজুল হকের তেলের পাম্পে হামলা চালায় বর্তমান কমিটির সভাপতি সম্পাদক গ্রুপের শ্রমিকরা।
অনেকটা চাপে পড়ে ২১ মার্চ লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের একটি সাধারণ সভার ডাক দেয় জেলা মাইক্রোবাস, বাস ও মিনিবাস শ্রমিকদের সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুল আহমেদ। এ বিষয়টি জানার পর কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকেও একটি সাধারণ সভা আহ্বান করা হয়। এর পরেই শুরু হয় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা।
শ্রমিকদের ডাকা সাধারণ সভা এবং উভয় পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার দিনব্যাপী দুই গ্রুপের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়। ঘটনার পর পরই রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই প্রেক্ষিতে বিক্ষুব্ধ শ্রমিকদের উপর হামলা ও লালমনিরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের বিনিময় ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের একটি পক্ষ সোমবার থেকে কর্মবিরতি ও অঘোষিত পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
কর্মবিরতির ডাক দেওয়া সাধারণ শ্রমিকরা জানান, বর্তমান কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুলের নেতৃত্বে বহিরাগত কিছু সন্ত্রাসী হামলা করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে শহরে মিছিল করে। মিছিলের এক পর্যায়ে কয়েকজন বিচ্ছিন্ন হয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের বিনিময় ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় রাতে পাম্প ম্যানেজার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ২১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিকালে পুলিশ এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট নার্সিং কলেজের ১ম বর্ষ শিক্ষার্থী শিহাব হোসেন বলেন, আমি সৈয়দপুর যাব কিন্তু হাড়ীভাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। আমার খুব জরুরী কাজ থাকায় সৈয়দপুর যেতেই হবে আবার আজকেই ফেরত আসতে হবে। এখন আমার খুব অসুবিধা হয়ে গেল।
এদিকে লালমনিরহাটে জেলা মাইক্রোবাস, বাস ও মিনিবাস শ্রমিকদের একটি পক্ষের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা কোনও পরিবহন ধর্মঘট ডাকি নাই সব কিছু স্বাভাবিক রয়েছে। তবে লোকাল বাসগুলো বন্ধ রয়েছে শুনেছি।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, যেহেতু শ্রমিকদের উভয় পক্ষই সমাবেশ ডেকেছে সে কারণে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে উভয় পক্ষকে সমাবেশ বন্ধ রাখার বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া শহরে যেন আবার শ্রমিকদের মধ্যে গোন্ডগোল না লাগে সেজন্য কেন্দ্রীয় বাস স্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এসআইএইচ