পীরগঞ্জে স্পিকার
দেশ এখন মজবুদ অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছে
দেশ এখন মজবুদ অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছে। নিজেদের টাকায় অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (২১ মার্চ) সকালে রংপুরের পীরগঞ্জে রমনাথপুর বড় করিমপুরে কসবা মাঝিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আরডিএস দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান হয়।
তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রা আর কোনও অপশক্তি আটকাতে পারবে না।
এ সময় গত বছর দুর্বৃত্তদের হামলায় আগুনে পুড়ে যাওয়া ওই এলাকার ক্ষতিগ্রস্ত ২০০ সংখ্যালঘু পরিবারের মাঝে ৫০ লাখ টাকার চেক প্রদান করেন স্পিকার শিরীন শারমিন।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যোন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পৌর চেয়ারম্যান তাজিমুল ইসলাম শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী, ইউনিয়ন চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রেজাসহ অনেকে।