ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
বরগুনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও তার বাবার বিরুদ্ধে মাইক্রোবাস আটকে তিনজনকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দুরন্ত ও তার বাবা রুস্তম আলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।
সোমবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
এর আগে শনিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গৌরীচন্নার সাইফুল ইসলাম কনু ও তার ভাই সাইদুল ইসলাম সোহেল এবং তাদের চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন।
সাইফুলের চাচাতো ভাই মো. নাইম জানান, সাইদুল ঢাকায় চাকরি করেন। কয়েকদিন আগে পরিবার নিয়ে বরগুনা বেড়াতে আসেন। বৃহস্পতিবার স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান। সেখান থেকে শনিবার রাতে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। এ সময় ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দুরন্ত ও তার বাবা রুস্তম ঘরামিসহ পাঁচ থেকে ছয়জন গৌরীচন্না এলাকায় তাদের মাইক্রোবাস আটকে অতর্কিত হামলা চালায়। তিনজনকে কুপিয়ে সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহেল ও কনুকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
অভিযোগের বিষয়ে জানতে দুরন্ত ও তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। এবিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, হামলা ও লুটপাটের ঘটনায় রবিবার থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএন