নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু
নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।
নিহত আলমগীর হোসেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বাসিন্দা। মাছ শিকার ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মরিয়ম বেগম নামে এক নারী তার ডোবার মাছ আবদুস সালাম নামে এক জনের কাছে বিক্রি করেছিলেন। রবিবার দুপুরে আলমগীর হোসেনসহ কয়েকজনকে নিয়ে পানি সেচের জন্য সেখানে বিদ্যুৎচালিত মোটর স্থাপন করেন আবদুস সালাম। পানি সেচের এক পর্যায়ে সন্ধ্যায় মোটরে দেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে ডোবার পানি বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর হোসেন মারা যান।
মান্দা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ বলেন, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এসএন