কুমিল্লায় মোটরসাইকেলের জন্য যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বন্ধকের মোটরসাইকেল ফেরত না পেয়ে মাসুক মিয়া নামে এক যুবককে ছুরিঘাত করে হত্যা করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মাসুক মিয়া মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনাঢ আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন- নিহতের ভাই মো.জালাল,অভিযুক্ত সফিকুর রহমানের ছেলে অহিদুর রহমান ও মো. নাসির। তারা তিনজনই পুলিশের হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানায় যায়, ৫ বছর আগে মাসুক মিয়ার কাছে মোটরসাইকেল বন্ধক রেখে বিদেশ চলে যান অহিদুরে রহমান। দেশে ফিরে মোটরসাইকেলটি ফের চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রবিবার সন্ধ্যায় নাসির ও অহিদুরের বাড়ির সামনে মাসুক ও তার ভাই জালাল সঙ্গে তাদের মারামারি হয়। এক পর্যায়ে অহিদুরের ছুরিকাঘাত মাসুক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।
রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহানুর ইসলাম সরকার। তিনি বলেন, ঘাতক অহিদুর দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী ছিলেন। তাদের মাঝে পূর্ব শত্রুতাও ছিল। মাসুক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল করার জন্য মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন এলে সবকিছু বলা যাবে। তদন্ত করে বিস্তারিত জানাতে পারব। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
এসএন