ঠাকুরগাঁওয়ে টিসিবি কার্ড দিয়ে অর্থ আদায়ের অভিযোগ
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’ র মাধ্যমে দেশজুড়ে ফ্যামিলি কার্ডে মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে ঠাকুরগাঁওয়ে টিসিবির কার্ড দিতে সদরের ২১নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অবশ্য ইউপি চেয়ারম্যান কার্ড লেখার খরচ বাবদ ১০ টাকা করে গ্রহনের কথা স্বীকার করেন।
ঠাকুরগাঁও সদরের ২২টি ইউনিয়নের মধ্যে ২১ নং ঢোলারহাট ইউনিয়নে ৯১১টি পরিবারের মাঝে টিসিবি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এসব কার্ড গ্রহনে স্থানীয় ইউপি সদস্য ও মহিলা সদস্যরা সুবিধাভোগী ব্যক্তিদের ডেকে নিয়ে ২০০ থেকে ৫০০ পর্যন্ত টাকা গ্রহন করে এসব কার্ড দেন।
স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী লিজা বিশ্বাসসহ অনেকে কার্ড প্রদানে টাকা নেওয়ার অভিযোগ তুলেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল ফোনে বিষয়টি জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, দলীয় দুস্থ ও দরিদ্র ১৯৮ জনের নামের তালিকা নেওয়া হলেও একটি কার্ডও দেওয়া হয়নি।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ স্থানীয় নেতাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা টিসিবির কার্ড প্রদানে অর্থ গ্রহনের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন।
অবশ্য ২-১ জন ইউপি সদস্য মাথাপিছু ১০ টাকা করে গ্রহণের কথা স্বীকার করলেও ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় টাকা গ্রহনের অভিযোগ অস্বীকার করেন। তবে দলীয় লোকজনের তালিকা শিগগিরই সমন্বয় করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, টিসিবি কার্ড প্রদানের জন্য কোনো সুবিধাভোগীর কাছ থেকে কোনো প্রকার অর্থ গ্রহন করা যাবে না। তবে কারো বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসপি