মোহনগঞ্জে টিসিবির পণ্য না পেয়ে কার্ডধারীদের ক্ষোভ
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল মোহনগঞ্জে টিসিবির পণ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ২ হাজার ২৪৫ কার্ডধারী। তবে সময়মতো পণ্য কেন্দ্রে না পৌঁছানোর জন্য এমনটি হয়়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ররিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পণ্য ক্রয়ের জন্য নির্ধারিত কেন্দ্রে এসে বিকাল ৩টা পর্যন্ত অপেক্ষা করে ক্ষুব্ধ হয়ে ফিরে যান অনেকে।
উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউপি কেন্দ্রে ৭৪৪, সুয়াইড় ইউপি কেন্দ্রে ৪৩৫, পৌরসভার ৯ ও ৭ নং ওয়ার্ডে ১০৬৬ জনসহ ২ হাজার ২৪৫ জনকে কার্ডমূলে পণ্য দেয়ার কথা। কিন্তু টিসিবির কর্তৃপক্ষের অবহেলার কারণে এসব পণ্য নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছায়নি।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর সৈয়দ আজহারুল হোসাইন ফয়সাল জানান, পণ্য না পওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
সুয়াইড় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম সেলিম জানান, টিসিবির পণ্য নিতে ৪৩৫ জন সকাল থেকে কেন্দ্রে আসেন। কিন্তু পণ্য না আসায় তারা অশান্ত হয়ে পড়ে। অনেকেই ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যান।
উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি জানান, ডিসি অফিস থেকে পণ্য সরবরাহ করতে দেরি হওয়ার মোহনগঞ্জ পর্যন্ত পৌঁছতে দেরি হচ্ছে। পরবর্তীতে থেকে এমনটা যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকবো।
এমএসপি