কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশাচালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজারে কুকুরকে বাঁচাতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দোকানে ঢুকে গেলে সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়।
শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় মহিমাগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গোবিন্দগঞ্জ যাওয়ার পথে কোচাশহর বাজার এলাকায় আকস্মিকভাবে একটি কুকুর রাস্তার মাঝখানে চলে আসে। এ সময় সিএনজি অটোরিকশাচালক আব্দুল কাফি কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করলে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজি অটোরিকশাচালক আব্দুল কাফি গুরুতর আহত হন।
স্থানীয়রা কাফিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শরীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।
নিহত সিএনজি অটোরিকশাচালক আব্দুল কাফি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের মৃত্যু মফিজ উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসপি