নওগাঁয় পেট্রলসংকট, দুর্ভোগে যানচালকেরা
নওগাঁয় ফিলিং স্টেশনগুলোতে দুইদিন ধরে জ্বালানি তেল পেট্রোলের সংকট দেখা দিয়েছে। এতে পেট্রোল না পেয়ে দুর্ভোগে পড়েছে পেট্রোল নির্ভরশীল বিভিন্ন যানবাহন চালকরা।
শনিবার (১৯ মার্চ) বিকাল ৪টায় জেলা শহরের সাকিব, বলাকা, সুমন, অতিথি, মজুমদার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে মোটরসাইকেল নিয়ে অনেকেই পেট্রোল নিতে এসেছেন। কিন্তু ফিলিং স্টেশন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে পাম্পে পেট্রোল নেই। প্রয়োজনে অকটেন নিতে পারেন।
বদলগাছি উপজেলা থেকে সাকিব ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নিতে আসা সাফি আহম্মেদ ঢাকাপ্রকাশকে বলেন, ‘নওগাঁ শহরে কিছু জিনিস কিনতে এসেছিলাম। বাড়িতে যাওয়ার পথে এখানে পেট্রোল নিতে এসে জানতে পারি তেল নেই। এখন কোনো উপায় না পেয়ে অকটেন কিনতে হচ্ছে।’
পাম্পের ম্যানেজার অতুল চন্দ্র বলেন, ‘বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে পাম্পের তেল শেষ হয়েছে। আমরা বাঘাবাড়ি ডিপো থেকে কোনো পেট্রোল পাচ্ছি না। আমাদের কাছে যে পরিমাণ পেট্রোল জমা ছিল তা শেষ হয়েছে। অল্প কিছু অকটেন রয়েছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল।’
সাকিব ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, ‘প্রতি বছরই এই সময়ে এমন সমস্যা হয়। কিন্তু ডিপো থেকে কোনো কারণ জানায় না। বর্তমানে আমার ফিলিং স্টেশনে যেটুকু পেট্রোল আছে তা পরিচিত জন ও বিপদে পড়া লোকদের দেওয়া হচ্ছে। যারা পাইকারি কেনে তাদের দেওয়া বন্ধ করা হয়েছে।’
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস্ এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নওগাঁ কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান জোবায়ের আহম্মেদ ঢাকাপ্রকাশকে জানান, আমরা পদ্মা, মেঘনা ও যমুনা--এই তিন কোম্পানির জ্বালানি তেল ব্যবহার করি। আমরা ডিপোতে গিয়ে পরিমাণ মতো তেল পাচ্ছি না। এ জন্য বর্তমানে এই তিন কোম্পানির পেট্রলের সংকট দেখা দিয়েছে।
এমএমএ/