করোনাকালে শিক্ষার ঘাটতি পোষাতে সরকার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের করোনাকালীন শিক্ষাব্যবস্থার ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। এক শিক্ষা বছরে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না।' এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বিমান বন্দরে যাত্রা বিরতীকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনার সময়ে অনলাইনে ৬০ ভাগ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগ শিক্ষার্থীদের লেখাপড়ায় সংযুক্ত রাখা হয়েছে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও একই মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান গোলাম রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকার প্রদান শেষে শিক্ষামন্ত্রী সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দ্যেশ্যে গমন করেন।
টিটি/