গাইবান্ধায় পৃথক অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুটি আগুনের ঘটনায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছে।
শনিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা এলাকায় এবং শুক্রবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জেপি ফিলিং স্টেশনের পাশে সজীব ভ্যারইটিজ স্টোরে আগুন লাগে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে কাটা এলাকায় বিদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওষুধের দোকান, হোটেল, কাপড়ের দোকানসহ ছয়টি দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে শহরের জেপি ফিলিং স্টেশনের পাশে সজীব ভ্যারাইটিজ স্টোরে একটি টায়ারের দোকানে আগুন লাগে। এতে দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়।
এ দুটি অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুটি অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
এসএন