৫শ কেজি হাঙরসহ আটক ৭ জেলে
বরগুনার পাথরঘাটায় ৫০০ কেজি হাঙরের বাচ্চা ও ২০ কেজি ওজনের ৫টি শাপলাপাতা মাছসহ ৭ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিষখালী নদী সংলগ্ন খালে একটি কাঠের বোট তল্লাশি করে হাঙরের বাচ্চা ও শাপলাপাতা মাছসহ তাদের আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা খাল থেকে একটি কাঠের বোট থেকে ৫০০ কেজি প্রীতাম্বরী গিটার ফিস প্রজাতির হাঙরের বাচ্চা ও ২০ কেজি ওজনের ৫টি শাপলাপাতা মাছ জব্দ করা হয়। এসময় ৭ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করে জেলেদের ছেড়ে দেওয়া হয় এবং জব্দ মাছগুলো মাটি চাপা দেওয়া হয়েছে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জব্দ মাছগুলো মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক ৭ জেলের মধ্যে প্রধানকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করে সকলকে ছেড়ে দেয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, হাঙর ও শাপলাপাতা নিধন সম্পূর্ণ বেআইনী। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।
কেএফ/