পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ উপকারভোগী পাচ্ছেন টিসিবির পণ্য
রমজান উপলক্ষে পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ উপকারভোগী পাচ্ছেন টিসিবির পণ্য।
আগামীকাল রবিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে প্রথম পর্বে টিসিবির উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ শুরু হবে। দুই পর্বে দেওয়া হবে টিসিবির পণ্য। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে ১৬ জন ডিলারের মাধ্যমে ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় এসব খাদ্যে পণ্য বিক্রি করবে।
প্রথম পর্বে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল দেওয়া হবে। প্রতি উপকারভোগী পাবেন দুই কেজি করে ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মশুর ডাল এবং ১১০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল। দ্বিতীয় পর্বে এ তিনটি পণ্যের সঙ্গে যুক্ত হবে ছোলা। ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে পণ্যটি।
শনিবার (১৯ মার্চ) দুপুরে পঞ্চগড়ের জেলা প্রশাসকের কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
তিনি আরও জানান, পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ জন উপকারভোগীর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ২০ হাজার ৪৪১ জন, পঞ্চগড় পৌরসভায় ৪ হাজার ৭৩৬ জন, আটোয়ারী উপজেলায় ৬ হাজার ১১৭ জন, তেতুঁলিয়া উপজেলায় ৯ হাজার ৬০৭ জন, বোদা উপজেলায় ১৫ হাজার ২৯৪ জন এবং দেবীগঞ্জ উপজেলায় ১২ হাজার ৮৭৯ জন।
এরই মধ্যে স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রণয়ন করে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়েছে। যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়। কবে, কোথায়, কখন টিসিবির পণ্য সরবরাহ করা হবে তা ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন জানিয়ে প্রচার শুরু করেছে।
ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড মেম্বার ও পৌরসভায় কাউন্সিলররা সুবিধাভোগীদের তালিকা তৈরি করেছেন। এ তালিকা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেদের উপস্থিতিতে প্যাকেট করছে জেলা প্রশাসন। প্যাকেট সম্পন্ন হওয়ার পর তা যাবে টিসিবি ডিলারদের হাতে। ডিলাররা জেলা প্রশাসন থেকে পাওয়া তালিকা অনুযায়ী প্যাকেট পৌঁছে দেবেন সুবিধাভোগীদের কাছে। ইতিমধ্যে পৌরসভায় পৌর মেয়রকে আহ্বায়ক ও বিট পুলিশিং কর্মকর্তাকে (এসআই সম মর্যদার) সদস্য সচিব এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আহ্বায়ক ও বিট পুলিশিং কর্মকর্তাকে (এসআই সম মর্যদার) সদস্য সচিব করে ট্যাগ টিম গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন পৌর ও ইউনিয়ন ট্যাগ অফিসার এবং পৌর ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। এ ছাড়া টিসিবির পণ্য বিতরণের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বিক বিষয়ে তদারকি করবেন।
সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় ছিলেন।
এসএন