নাটোরে ৯১ হাজারের অধিক মানুষ পাবে টিসিবি পণ্য!
নাটোর জেলায় মোট ৯১ হাজার ২০০ মানুষ পাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য! রবিবার (২০ মার্চ) সকাল থেকে জেলার ৬০টি পয়েন্টে ওই পণ্য বিক্রয় করা হবে। ওই বিক্রয় কার্যক্রম চলবে ২৭ মার্চ পর্যন্ত।
শনিবার (১৯ মার্চ) দুপুরের কিছু আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা প্রশাসক বলেন, আসন্ন রমজান উপলক্ষে দেশে এক কোটি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। এরই অংশ হিসেবে নাটোর জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভায় মোট ৯১ হাজার ২০০ মানুষ ওই পণ্য কিনতে পারবেন।
উপকারভোগীদের মধ্যে আগে করোনাকালীন প্রণোদনা পাওয়া ৩৫ হাজার ২৪ পরিবারের পাশাপাশি উপজেলা পর্যায়ের নতুন ৪১ হাজার ৮৭০ পরিবার এবং পৌর এলাকার নতুন ১৪ হাজার ৩০৬টি পরিবার রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোট ৬০টি পয়েন্টে প্রথম পর্যায়ে ৫৫ টাকা কেজি হিসাবে ২ কেজি চিনি, ৬৫ টাকা হিসাবে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা লিটার হিসাবে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন প্রত্যেক উপকারভোগী। আর রমজান মাসের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে ওই পণ্যর সঙ্গে ৫০ টাকা কেজি হিসাবে ২ কেজি ছোলা কিনতে পারবেন উপকারভোগীরা।
অপর এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, উপকারভোগীদের ওই পণ্য কিনতে ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়েছে।
টিসিবির ওই পণ্য সুষ্ঠুভাবে বিক্রির জন্য উপজেলা পর্যায়ে মনিটোরিং টিম গঠন করা হয়েছে। এর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম কাজ করবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার জানান, জেলায় ২৯ জন টিসিবির ডিলারের মাধ্যমে ইতিমধ্যে ৩৬৪ দশমিক ৮ টন করে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল এবং ১৮২ দশমিক ৪ টন ছোলার প্যাকিং কার্যক্রম চলমান।
টিটি/