চট্টগ্রাম বন্দরে সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটার ডুবে নিখোঁজ ৫
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার ভর্তি একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাড়ে ৩টায় জাহাজটি ডুবে যায়।
জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। এরমধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও এখনো পাঁচ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটির নাম ‘এম ভি টিটু-১৪’।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, নিখোঁজ পাঁচ নাবিককে উদ্ধারে কোস্টগার্ড এবং ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধারে বন্দরের উদ্ধারকারী জাহাজ কাজ করছে। লাইটার জাহাজটি মাদার ভেসেল থেকে সিমেন্ট ক্লিংকার ভর্তি করে বন্দরের বহির্নোঙরে নোঙর করা ছিল। কী কারণে লাইটার জাহাজটি ডুবে গেছে তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনার তদন্ত হচ্ছে।
এসএন