নাটোরে চলনবিল হাফ ম্যারাথন অনুষ্ঠিত
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা, পর্যটন সম্ভাবনা ও দৌড়কে জনপ্রিয় করতে নাটোরে অনুষ্ঠিত হয়েছে চলনবিল হাফ ম্যারাথন। ম্যারাথনের দুইটি ইভেন্টে দেশের ৩৫০ জন দৌড়বিদ অংশ নেন।
শুক্রবার (১৮ মার্চ) সকাল পৌনে ৬টায় সদর উপজেলার এম কে অনার্স কলেজের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুল এলাকায় ইউ টার্ন নিয়ে আবার একই স্থানে এসে ম্যারাথনটি শেষ হয়। ইভেন্ট দুটির দৈর্ঘ্য ছিল ২১ দশমিক ১ কিলোমিটার ও ১০ কিলোমিটার।
জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ম্যারাথন শেষে এম কে অনার্স কলেজ চত্বরে বিজয়ীদের হাতে প্রাইজমানী তুলে দেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২১ দশমিক ১ কিলোমিটার ইভেন্টে নারী বিভাগে বিজয়ী হয়ে পাঁচ হাজার টাকা প্রাইজমানী অর্জন করেন হামিদা আকতার জেবা এবং পুরুষ বিভাগে আশরাফুল ইসলাম। ১০ কিলোমিটার ইভেন্টে নারী বিভাগে বিজয়ী হয়ে চার হাজার টাকা প্রাইজমানী অর্জন করেন এ পি তালুকদার এবং পুরুষ বিভাগে আল আমিন।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যারাথনের প্রধান সমন্বয়ক রেজোয়ানা পারভীন বর্ষা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার এবং এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন।
এসএন