কুমিল্লায় অস্ত্র উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫
কুমিল্লায় যুবদল নেতাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাকসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ও কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৮ মার্চ) বিকালে কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বাকী ৪ জন হলেন, নগরীর গর্জনখোলা এলাকার মনির হোসেনের ছেলে মো. হৃদয় (২১), উত্তর চর্থার তেলা পুকুর পাড় এলাকার বাবলু মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন মিঠু (২২), সংরাইশ এলাকার ওহাব মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২৯), চকবাজার বালুধুম এলাকার আবুল কাশেমের ছেলে মো. নাজমুল হাসান দীপু (৩২)।
এর আগে গত ১৩ মার্চ রাতে অভিযান চালিয়ে পিস্তলসহ সহিদুর রহমান সজিব (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
র্যাব জানায়, ১৩ মার্চ দুপুরে নগরীর চকবাজার এলাকায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনা দৃষ্টিগোচর হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মুলহোতা কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
একই রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে একাদিক অভিযান চালিয়ে বাকী চার জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য মতে ঘটনার দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৩ মার্চ দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার চকবাজার এলাকায় আব্দুর রাজ্জাকের লোকজন স্থানীয় রবিন আহমেদ ও জালাল উদ্দিনের লোকজনের ওপর হামলা চালায়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পিস্তল, রাম-দা, চাপাতি, রড, হাতুড়ি, লাঠি নিয়ে চকবাজার সড়কে ছুটাছুটি করছে। উভয় গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠির আঘাতে অন্তত ৫-৬ জন আহত হয়।
ঘটনার দিন রাতেই ভিডিও ফুটেজ দেখে একটি পিস্তলসহ সজিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এ নিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
টিটি/