কুষ্টিয়ায় নদীতে ডুবে কিশোরের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে সাঁতরে নদী পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে জনি শেখ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে৷
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে কুমারখালী উপজেলার কয়া ইকোপার্ক সংলগ্ন গড়াই নদীতে তিন কিশোর সাঁতরে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে৷ নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করেছে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা৷
নিহত জনি শেখ কয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের সলিমুদ্দিন শেখের ছেলে৷ তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
এলাকাবাসী জানায়, দুই দিন আগে জনি ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসেন৷ শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে সাঁতরে নদী পার হচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর জনি পানিতে ডুবে যান৷ এ সময় তার সঙ্গে থাকা দুই বন্ধু তাকে খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেন৷ পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করেন৷
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে ডুবে যাওয়া কিশোরের মরদেহ গড়াই নদী থেকে উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে৷
এসএন