রংপুরে র্যাবের অভিযান: ফেন্সিডিলসহ ২ জন আটক
রংপুর মহানগরীর তাজাহাট থানার বারো আউলিয়া গ্রামের ধান গবেষণা সংলগ্ন এলাকায় র্যাব-১৩ অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে।
সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ র্যাব ১৩ এক প্রেস বার্তায় জানান, বৃহস্পতিবার মধ্যরাত্রী র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজাহাট থানার বারো আউলিয়া গ্রাম ঢাকা রোড ধান গবেষণা সংলগ্ন রিনা নার্সারী (প্রো. মতিয়ার রহমান) এর সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে অবৈধ মাদকদ্রব্য ২২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাক এবং মো. স্বপন উভয় জেলা-ঠাকুরগাঁও’কে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র্যাব বাদি হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।