চট্টগ্রামে সিইসি
সব দলের সহযোগিতায় নির্বাচন চায় কমিশন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, যেকোনো নির্বাচন সব দলের সহযোগিতায় আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। আশা করি নির্বাচন ইনক্লুসিভ হবে। আমরা চেষ্টা করব সব দলের অংশ গ্রহণে নির্বাচন হোক। এতে সবাই আনন্দিত হব। আমরা তো চাইবই সব দল অংশগ্রহণ করুক, সব দল আসুক।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে নগরীর লাভলেন এলাকার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
নির্বাচন আয়োজনে কমিশনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক আমাদের দায়িত্ব আইনের আলোকে সকল দলের অংশ গ্রহণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করা।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ।
সিইসি শুক্রবার দুপুরে ৪ দিনের সফরে চট্টগ্রাম আসেন। উঠেন নগরীর কাজির দেউড়ি এলাকার সার্কিট হাউসে। শনিবার (১৯ মার্চ) সকালে তিনি নিজ বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উদ্দেশ্য রওয়ানা দেবেন। সেখানে নিজ গ্রাম সারিকাইতের বাড়িতে অবস্থান করবেন। পরদিন রোববার (২০ মার্চ) সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ফিরবেন। এরপর ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।