কাপাসিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন শ্যামপুর হতে ৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। শুক্রবার (১৮ মার্চ) ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, আতিক হাসান (৩৬), মোঃ রুবেল মিয়া (৩১), রহমত উল্লাহ (২১)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১ অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে পিকআপ যোগে গাঁজার বড় একটি চালান গাজীপুরের কাপাসিয়ার দিকে আসছে। কাপাসিয়ার-শ্যামপুর-সালদই চৌরাস্তার গিয়াসপুর রোডে ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ আশপাশের এলাকায় বেচা-কেনা করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/কেএফ/