খাতুনগঞ্জে ব্যবসায়ীদের বৈঠক
সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রির আহ্বান ব্যবসায়ী নেতাদের
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের এক বৈঠকে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সংগঠনটির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কারখানার মিল গেট থেকে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল কিনবেন। ক্রেতাদের কাছে ভোজ্যতেল বিক্রিও করবেন নির্ধারিত দামে। বেশি দামে বিক্রি করলে ক্রেতাদের সমস্যা হবে। মূল্যবৃদ্ধি এড়াতে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে হবে।
সভায় বক্তব্য দেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ। এতে অন্তত ৫০ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতা আবুল বশর চৌধুরী বলেন, কিছুদিন ধরে বাড়তি দামে ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে। বিশেষ করে ভোজ্যতেল বেশি দামে বিক্রি হচ্ছে। এখন সরকার ভোজ্যতেল বিক্রি করার জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। আমাদের সেই নির্ধারিত দামেই ভোজ্যতেল বিক্রি করতে হবে।
সভায় ভোজ্যতেলের পাইকার শাহেদ উল আলম বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। মজুদ পর্যাপ্ত আছে। সরকার নির্ধারিত দামের চেয়ে পাইকারি পর্যায়ে পাম অয়েলের দাম কম। তাই ক্রেতাদের কাছ থেকে দাম বেশি নেওয়া যাবে না।
তবে ওই বৈঠকে উপস্থিত অনেক ব্যবসায়ী নেতাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। তারা বলেছেন, তারা কম দামে ভোজ্যতেল বিক্রি করতে চায়। কিন্তু সরকারের বেঁধে দেওয়া দামের সঙ্গে পরিশোধন কারখানার বিক্রি দাম সামঞ্জস্যপূর্ণ নয়। পরিশোধন কারখানাগুলো ভোজ্যতেলের দাম বেশি রাখলে তারা হয় তেল কিনতে পারবেন না অথবা বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে বাধ্য হবেন। এ ক্ষেত্রে মিল গেটেই কম দামে বিক্রি করার উদ্যোগ নেওয়া জরুরি। যাতে তারা ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করতে পারেন।
এমএসপি