নাটোরে পুলিশের সঙ্গে যুবলীগ কর্মীদের সংঘর্ষ, আহত ৬
নাটোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে তুচ্ছ ঘটনায় পুলিশের সঙ্গে যুবলীগ কর্মীদের সংঘর্ষে দুই কনস্টেবলসহ ৬ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে এক পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং যুবলীগ কর্মীদের নাটোর সদর হাসপাতালে চিকিৎসার পর চার যুবলীগ কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালের সামনের রাস্তায় সাদা পোশাকে দুই পুলিশ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। অপরদিকে, আওয়ামী লীগ অফিস থেকে শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠান শেষে অপর মোটরসাইকেলে যাচ্ছিলেন কয়েকজন যুবলীগ কর্মী। এ সময় দুটি মোটরসাইকেলের সামনের অংশে ধাক্কা লাগে। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে যুবলীগ কর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পুলিশ ও যুবলীগের চার কর্মী আহত হয়।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পরে চার যুবলীগ কর্মীর চিকিৎসা শেষে আটক করে পুলিশ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, কনস্টেবল হাসিব উদ্দিন (২৪) এবং সেলিম হোসেন (২৫) জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুলিশ লাইনে আয়োজিত মেলায় স্টলের সাজসজ্জার জন্য বেলুন কিনতে যাচ্ছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা ইট দিয়ে আঘাত করে দুই কনস্টেবলের মাথা ফাটিয়ে দিয়েছে। কনস্টেবল সেলিমের মাথায় সাতটির মতো সেলাই দিতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনা যাই ঘটুক, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবেন।
এদিকে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, ওরা চারজন যুবলীগ কর্মী। তবে পদধারী নন। ঘটনার পর আহত নাদিম, জনি, সাগর ও জাকিরকে পুলিশ আটক করেছে।
সদর থানার ওসি নাসিম জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসপি