শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে শেরপুরের অসহায়, দরিদ্র ও ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং জেলা প্রশাসকের নিজস্ব অর্থায়নে ওইসব বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
ওই সময় তিনি বলেন, শেরপুর জেলায় এখন অনেক খেলোয়াড় বের হয়ে আসছে। বিশেষ করে নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি, ফুটবলার আতিক, কিরণ, অ্যাথলেট জহিরদের মতো খেলোয়াড়রা শেরপুরের নাম উজ্জ্বল করে তুলছে।
তিনি বলেন, ক্ষুদে খেলোয়াড়েরা অনেক সময় দূর থেকে স্টেডিয়ামে এসে প্র্যাকটিস করে। তাদের যাতায়াত সুবিধার্থে বাইসাইকেল প্রদান করা হলো। যতদিন তারা প্র্যাকটিস করবে, ততদিন সাইকেলটি তাদের কাছে থাকবে। পরবর্তীতে প্র্যাকটিস শেষে সাইকেলটি ক্রীড়া সংস্থার কাছে ফেরত দেবে, যাতে অন্যজন সেটি ব্যবহার করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মো. জিন্নত আলী।
এদিন ১৫ জন ছেলে খেলোয়াড় ও ১০ জন মেয়ে খেলোয়াড়ের মাঝে মোট ২৫টি বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে খুশি এসব ক্ষুদে খেলোয়াড়রাও।
সদর উপজেলার তারাকান্দি এলাকার ক্রিকেট খেলোয়াড় রিপন মিয়া জানান, তাকে প্রতিদিন ১৫-১৬ কিলোমিটার দূর থেকে কষ্ট করে আসতে হয়। অনেক সময় গাড়ি পাওয়া যায় না। এখন সহজেই স্টেডিয়ামে আসতে পারব। গাড়ি ভাড়াও বেঁচে যাবে।
শহরের নাগপাড়া মহল্লার ব্যাডমিন্টন খেলোয়াড় ঐশী বলেন, বাইসাইকেল পাওয়ায় এখন থেকে দ্রুততম সময়ে স্টেডিয়ামে আসতে পারব এবং বেশি সময় প্র্যাকটিস করতে পারব।
এমএসপি