বরগুনায় মুদি দোকানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরগুনার বেতাগীতে আ. খালেক (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মেহেদী হাছান।
মৃত আ. খালেক উপজেলার হোসনাবাদ ইউনিয়নের খাঁনের হাট এলাকার মৃত হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বাজারের মুদি মনোহারীর দোকানদার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে টিভি দেখা নিয়ে ছেলে সাইদুলের সাথে বাবা খালেকের মনোমালিন্য হয়। পরে গভীর রাতে পরিবারের সদস্যরা আবদুল খালেককে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানানোর পর বেতগী থানা পুলিশ বৃহস্পতিবার সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃত আ. খালেকের ছোট ভাই মো. জলিল বলেন বলেন, শুনেছি রাতে টিভি দেখা নিয়ে আমার ভাইয়ে ছেলেদের সাথে সামান্য কথাকাটাকাটি হয়েছিল। তবে কী কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে, তা বলতে পারছি না।
এ বিষয়ে খালেকের দুই ছেলে পারভেজ ও সাইদুলের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঠিক কী কারণে বাবার মৃত্যু হয়েছে তা বলতে পারছি না।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মেহেদী হাছান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তে তার মৃত্যুর কারণ জানা যাবে।
এমএসপি