দাগনভূঞায় মহাসড়কের পাশে পৌরসভার ময়লার স্তূপ
ফেনীর দাগনভূঞায় সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ সংলগ্ন নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার ময়লা ফেলা ভাগাড়ে পরিণত হয়েছে।
পৌরসভার এ অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পথচারী, স্থানীয় লোকজনসহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কলেজের শিক্ষক কর্মচারীসহ হাজারো শিক্ষার্থী। যতই দিন যাচ্ছে ততই বড় হচ্ছে ময়লার স্তূপ। পাশাপাশি ময়লা-আবর্জনার কারণে মশার উপদ্রবও বেড়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে যেন কোনো মাথা ব্যাথা নেই।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এ সড়ক দিয়ে ফেনীসহ চট্টগ্রাম ও ঢাকার বাসিন্দাদের যাতায়াত করতে হয়। অথচ আঞ্চলিক এ সড়কের দাগনভূঞা বাজারে প্রবেশের মুখে রাস্তার পাশে যেভাবে ময়লা ফেলা হচ্ছে তাতে শুধু সৌন্দর্য্য নষ্ট হচ্ছে না, জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। ফলে এ উপজেলা সম্পর্কে মানুষের নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। তা ছাড়া বাতাসে ময়লার উৎকট গন্ধে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের শ্রেণিকক্ষে বিঘ্ন ঘটছে পাঠদানে। এতে চরম অসন্তোষ প্রকাশ করেন শিক্ষক শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ফজিলাতুন নুর জানান, কলেজে যাওয়া-আসার সময় ময়লার স্তুপের চরম দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে।
আবদুল আউয়াল নামে আরেক শিক্ষার্থী জানান, শিক্ষার জন্য চাই সুন্দর পরিবেশ। তবে এ ময়লা ও দুর্গন্ধের কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে। মহাসড়কের দুই পাশের স্থানীয় বাসিন্দারা ময়লার গন্ধে অতিষ্ঠ হয়ে কয়েকমাস আগে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানায়। কিন্তু তাতেও কর্তৃপক্ষের টনক নড়েনি।
স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থীসহ ঢাকা চট্টগ্রাম যাত্রী সাধারণ দ্রুত গুরুত্বপূর্ণ এ সড়ক থেকে ময়লার স্তূপ সরানোর দাবি জানান।
এ ব্যাপারে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি কথা বলতে রাজি হননি। তবে পরে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই ময়লার স্তূপ অপসারণ করবেন।
এসএন