ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু-সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।
বুধবার (১৬ মার্চ) সিরাজগঞ্জ অংশে পশ্চিম সেতুর উপর মালবাহী ট্রাক উল্টে যাওয়ায় ঢাকাগামী লেনের টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সেতুর উপর দুর্ঘটনার কারণে টোল আদায় বন্ধ করে দেওয়ায় যানজট সৃষ্টি হয়। পরে সকাল থেকে বেলা সাড়ে ৯টা পর্যন্ত যানজটের লাইন লম্বা হলে ধীরগতিতে যানবাহন চলাচল করে।
তিনি আরও বলেন, এরপর সকাল সাড়ে ১০টার পর থেকে সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। এ ছাড়াও যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।
টিটি/