যুবকদের মদপানের অনুমতি দেওয়ার পাঁয়তারা করছে সরকার: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান সরকার যুবকদের মদপানের অনুমতি দেওয়ার পাঁয়তারা করছে। এর পেছনের ভারত সরকারের ষড়যন্ত্র রয়েছে।
বুধবার (১৬ মার্চ) বিকালে বরিশাল নগরীর অশ্বিনী হল চত্তরে ইসলামী যুব আন্দোলনের জেলা ও মহানগর শাখার তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, মদপানের অনুমতি দেওয়া হলে আন্দোলনে ইসলামপন্থী জনগণ ও সরকার মুখোমুখি অবস্থানে যাবে। এ সুযোগে দুর্বল সরকারের কাছ থেকে নানা অনৈতিক সুবিধা আদায় করে নেবে ভারত সরকার।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক উপদেষ্টা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মানসুর আহমাদ সাকী, ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও মহানগর সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, মহানগর ইসলামী আন্দোলনের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক আজিজুল হক প্রমুখ।
এমএসপি