কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৪ কোটি টাকার ইয়াবা জব্দ
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের পৃথক অভিযানে প্রায় চার কোটি ৩৮ লাখ টাকা মূল্যের বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনস্থ রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল মঙ্গলবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসছে। বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদককারবারীরা গুলিবর্ষণ শুরু করেন। এ সময় বিজিবি টহলদল পাল্টা গুলি করে। এতে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যান। পরে টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
তিনি বলেন, বালুখালী বিওপির অন্য একটি বিশেষ টহলদল বিওপি থেকে আনুমানিক ১ কি. মি. উত্তর দিকে এবং সীমান্ত পিলার-২১ থেকে আনুমানিক ১.৫ কি. মি. পশ্চিম দিকে উখিয়া উপজেলাধীন পালংখালী ইউপির কাকড়ার ব্রিজ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল বিওপি থেকে আনুমানিক ১ কি. মি. দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার-১৯ থেকে ২ কি. মি. দক্ষিণ-পূর্ব দিকে উখিয়া উপজেলাধীন পালংখালী ইউপির পূর্ব ফাড়িরবিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
বিজিবি জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (১৫ মার্চ) পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ কোটি ২৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ২০ লাখ ৮ হাজার পিস বার্মিজ ইয়াবা এবং ৭০ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে।
কেএম/আরএ/