শ্রমিকদের কেনা জমি অবৈধভাবে বিক্রি, প্রতিবাদে মানববন্ধন
সাধারণ শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকায় কেনা জমিতে নিজস্ব অফিস নির্মাণের কথা থাকলেও তা না করে সেই জমি অবৈধভাবে বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বর্তমান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
১৬ মার্চ (বুধবার) দুপুর ১২টায় এর প্রতিবাদে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে লালমনিরহাটের সাধারণ শ্রমিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাধারণ শ্রমিকরা জানান, শ্রমিকদের তিল তিল করে জমানো টাকায় কল্যাণ ফান্ড গঠন করা হয়েছিল। সেই কল্যাণ ফান্ডের ৩ লাখ ২৫ হাজার টাকা দিয়ে ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর ৫২০৩/৮ নম্বর কবলা দলিলমূলে ৮ শতক জমি ক্রয় করা হয়। কথা ছিল, সেই জমিতে শ্রমিক ফেডারেশনের নিজস্ব ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণের আগ পর্যন্ত জমি দেখাশোনা ও পরিচালনা করার দায়িত্বে ছিল সেই সময়ের শ্রমিক ইউনিয়নের কয়েকজন শ্রমিক।
কিন্তু ২০১৮ সালের ২৩ অক্টোবর এসকে ফিরোজ আজগর মিন্টুকে দাতাসদস্য বানিয়ে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ কয়েকজন স্বার্থপর শ্রমিক শহরের সাপটানা (যুগীটারী) এলাকার আমান উল্ল্যাহর কাছে ৭ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেন।
এদিকে, সাধারণ শ্রমিকদের রক্ত ঝরানো টাকা দিয়ে কেনা জমি বিক্রি করে অর্থ আত্মসাতের ঘটনায় সাধারণ শ্রমিকেরা গত কয়েকদিন ধরে প্রতিবাদ করে আসছিল। ফলে আগামী ২১ মার্চ জরুরিভাবে সাধারণ সভার ডাকেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।
সাধারণ শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি, শ্রমিক নেতা সিফাত হোসেন মুন্না, শ্রমিক নেতা আনোয়ারুল হক দুলু, জাকির হোসেন লাবু, নুরুন্নবী বকুল, আশরাফ হোসেন, মাইক্রো শ্রমিক নেতা আমুনুল ইসলাম আপেল ও আদম আলীসহ ২ শতাধিক সাধারণ শ্রমিক। আগামী ২১ মার্চ সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকা সাধারণ সভার প্রতিবাদও করেন তারা।
এর আগে জমি বিক্রির অভিযোগ তুলে সাধারণ শ্রমিকদের পক্ষে আনোয়ারুল হক দুলু ও সিফাত হোসেন মুন্না বাদী হয়ে মিন্টু এবং শ্রমিকদের ক্রয়কৃত জমি বিক্রি করতে মিন্টুকে সহায়তা করা চারজনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
এমএসপি