গাজীপুরে র্যাবের অভিযানে মাদকসহ আটক ৩
গাজীপুরের বাসন এলাকা থেকে তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, ১২ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও নগদ চার হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন— মো. সাইফুল ইসলাম রনি, মো. শফিক মিয়া ও মো. পলাশ মিয়া। আটকরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
বুধবার (১৬ মার্চ) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ এ তথ্য জানান।
নোমান আহমেদ বলেন, র্যাব-১ এর একটি দল জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি প্রাইভেটকারযোগে মাদককারবারিরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকা হয়ে গাজীপুরের দিকে আসছে। এমন খবরে র্যাবের দলটি মঙ্গলবার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর বাসন থানার চান্দনা চৌরাস্তা হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের সামনে একটি তল্লাশি চৌকি বসায়। এ সময় মাদকসহ ওই তিন মাদককারবারিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে বাসন থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা নোমান আহমেদ।
কেএম/আরএ/