কুড়িগ্রামে হাফিজিয়া মাদ্রসার দুই শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ দারূল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হচ্ছে- উপজেলার কচাকাটা ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে মঞ্জুর আলম নাইম (১৪) ও নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১২)।
তারা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ দারূল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী। দুই শিক্ষার্থীর মধ্যে নাইম ৫ বছর ও রাকিবুল ২ বছর ধরে ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী। তাদের নিখোঁজ থাকার ব্যাপারে কচাকাটা থানায় সাধারণ ডায়ারি করেছেন দুই শিক্ষার্থীর অভিভাবক।
মাদারগঞ্জ দারূল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইয়াকুব আলী জানান, গত ১৩ মার্চ রবিবার সকাল ১১টার পর থেকে মাদ্রাসা থেকে ওই দুই শিক্ষার্থীকে খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি আরো জানান, প্রতিদিন সকাল ১০টায় সকালের তালিম শেষ হয়। তালিম শেষে মাদ্রাসার সব শিক্ষার্থী ও শিক্ষক খাওয়া-দাওয়া শেষে একটু ঘুমান। প্রতিদিনের মতো নাইম ও রাকিব ঘুমাতে যায়। পরে ১১টার দিকে কিছু কাপড় এবং বেডিংপত্র নিয়ে উধাও হয় তারা। পরে তাদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়। দুইদিন তাদের খোঁজ না পেয়ে গত ১৫ মার্চ মঙ্গলবার কচাকাটা থানায় সাধারণ ডায়ারি করা হয়।
তিনি আরো জানান, ওই দুই শিক্ষার্থী গত সপ্তাহে রাত জেগে মোবাইলফোন দেখায় তাদের বিচারের আওতায় নেওয়া হয়।
এ সময় তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডাকার কথা বলা হয়। হয়তো এ ভীতি থেকেই তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।
নাইমের অভিভাবক চাচা সাহাবুল ইসলাম জানান, বুধবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তাদের দুইজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। মাদ্রাসা ছেড়ে ছেলে দুইজন কেন নিরুদ্দেশ হলো তা আমাদের জানা নেই। তাদের খোঁজ পেলে জানা যাবে।
নাইমের মামা আশরাফুল ইসলাম জানান, ওই দুই ছেলের বাবা, চাচা এবং আমরা কুড়িগ্রামের বিভিন্ন মাদ্রাসায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম দুই মাদ্রাসাশিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়ারি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিক্ষার্থীকে খুঁজতে পুলিশ বিভিন্নভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এমএসপি